Calcutta High Court

রামনবমী: সব পক্ষের বক্তব্য চায় আদালত

সোমবার বিচারপতি সেনগুপ্ত রাজ্যকে রামনবমীর হিংসার ঘটনা সংক্রান্ত সমস্ত নথি মঙ্গলবার বেলা বারোটার মধ্যে এনআইএ-কে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবার আদালতে এনআইএ জানিয়েছে, নথি তাদের হস্তান্তর করেছে রাজ্য। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৩ ০৭:৫৯
Share:
representational image

—প্রতীকী ছবি।

রামনবমী কাণ্ডে এনআইএ তদন্তের মামলায় সব পক্ষকে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। ১৬ অগস্ট এই মামলার চূড়ান্ত শুনানি হবে বলে বিচারপতি জানিয়েছেন।

Advertisement

রাজ্যে রামনবমীর মিছিল ঘিরে যে হিংসার ঘটনা ঘটে তার তদন্তের ভার এনআইএ-কে দিয়েছিল হাই কোর্ট। আপত্তি জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে গেলেও সেই রায়ই বহাল থাকে। তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রামনবমীর ঘটনায় এনআইএ তদন্তের বিজ্ঞপ্তি জারি করে। সম্প্রতি রাজ্য সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে আবার মামলা দায়ের করেছে হাই কোর্টে। তাতে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় বিচারপতি সেনগুপ্তকে।

সোমবার বিচারপতি সেনগুপ্ত রাজ্যকে রামনবমীর হিংসার ঘটনা সংক্রান্ত সমস্ত নথি মঙ্গলবার বেলা বারোটার মধ্যে এনআইএ-কে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবার আদালতে এনআইএ জানিয়েছে, নথি তাদের হস্তান্তর করেছে রাজ্য।

Advertisement

সুপ্রিম কোর্ট এনআইএ তদন্ত বহাল রাখার পরেও কেন আবার মামলা?

রাজ্যের দাবি, আইনের ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। এর আগে কোনও আদালতে এই আবেদন হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশের মধ্যে যে ধারায় তদন্তের কথা বলা হয়েছে, তার গ্রহণযোগ্যতা নেই। কারণ তদন্ত করার জন্য পুলিশের উপর দায়িত্ব দিতে হবে। এটা রাজ্যের বিষয় (স্টেট সাবজেক্ট)।

কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অশোক চক্রবর্তীর বক্তব্য, স্বরাষ্ট্র মন্ত্রক হাই কোর্টের নির্দেশে যে এনআইএ তদন্তের বিজ্ঞপ্তি দিয়েছে, সেই কথা গোপন করে মামলা করেছে রাজ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement