কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।
স্ত্রীকে দিয়ে জোর করে যৌন ব্যবসা ও পর্নোগ্রাফি তৈরির মামলার তদন্ত হাওড়া পুলিশ কমিশনারেটের সাইবার শাখার হাতে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, তদন্তের নথি ও বাজেয়াপ্ত সামগ্রী নাজিরগঞ্জ থানা সাইবার শাখার হাতে তুলে দেবে। শুধু মোবাইলের ছবি ও ভিডিয়ো তথ্যের তদন্ত নয়, মহিলার উপরে নির্যাতনের অভিযোগেরও যথাযথ তদন্ত করবে হাওড়া পুলিশ কমিশনারেটের সাইবার শাখা। আগামী ২০ জানুয়ারি পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ।
এ দিন মামলাকারী মহিলার আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এই ঘটনায় থানা যথাযথ ধারা যুক্ত করে তদন্ত করছে না। শারীরিক নির্যাতন, পর্নোগ্রাফির মতো গুরুতর বিষয়ের তদন্ত না করে দাম্পত্য বিবাদের তদন্ত করা হচ্ছে। জোর করে যৌন ব্যবসায় নামানোর মতো অভিযোগেরও তদন্তের আবেদন করেন আইনজীবী।
রাজ্যের কৌঁসুলি এ দিন তদন্তের রিপোর্ট আদালতে জমা দেন। তাতে সন্তোষ প্রকাশ করেননি বিচারপতি। তিনি বলেন, ‘‘শুধু অভিযোগের ভিত্তিতে জবানবন্দি নেওয়াই তদন্ত নয়।’’ তদন্তে পুলিশের আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলেও তিনি জানান। মহিলার স্বামীকে গ্রেফতার করা হয়েছে কি না, সেই প্রশ্নও করেন তিনি।