ফাইল চিত্র।
জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার নিয়ে অর্জুন সিংহের আর্জি শুনল না কলকাতা হাই কোর্ট। ব্যারাকপুরের সাংসদের নিরাপত্তা তুলে নেওয়ার মামলায় পুলিশি নিষ্ক্রিয়তাকে মান্যতা দিতে রাজি নয় আদালত।
অর্জুনের মামলায় বিচারপতি শম্পা সরকারের পর্যবেক্ষণ, সিআইএসএফ নোটিস দিয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে। এতে আদালত আপাতত পুলিশের তরফ থেকে কোনও গাফিলতি খুঁজে পায়নি।
বিচারপতির নির্দেশ, মামলাকারী অর্জুনকে আপাতত অন্য বেঞ্চে আর্জি জানাতে হবে। ওই বেঞ্চ পুলিশি নিষ্ক্রিয়তার বিষয়টি শুনতে পারে।
উল্লেখ্য, ক’দিন আগেই বিজেপি সঙ্গ ত্যাগ করে আবারও তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে ব্যারাকপুরের ‘বাহুবলী’ নেতার। দলবদলের পরই সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার সকালে অর্জুনের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহারের নোটিস আসে। এই নোটিস পেয়ে বেজায় চটেন সাংসদ।
সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, ‘‘আমি তো এক জন জনপ্রতিনিধি। আমার তো নিরাপত্তা লাগবেই। জেড ক্যাটেগরি নিরাপত্তা কেন্দ্রই দিয়েছিল। তুলে নেওয়ার জন্যই কি দিয়েছিল? আমি এ-সব জানতেই হাই কোর্টে যাব।’’