Post Poll Violence

Calcutta High Court: ভোট-পরবর্তী মামলায় জামিন খারিজ

কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুসারেই ভোট-পরবর্তী হিংসার গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ০৫:৪৯
Share:

ফাইল চিত্র।

ভোট-পরবর্তী হিংসায় একটি খুনের মামলায় মূল অভিযুক্তকে জামিন দিয়েছিল নিম্ন আদালত। বুধবার সেই জামিন বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

Advertisement

হাই কোর্টের নির্দেশ, ৪৮ ঘণ্টার মধ্যে ওই অভিযুক্তকে কোর্টে আত্মসমর্পণ করতে হবে। তা না-হলে সিবিআই এবং আদালত যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আদালত সূত্রের খবর, টুনটুন চৌধুরী নামে ওই অভিযুক্ত ভাটপাড়া থানা এলাকায় একটি খুনের ঘটনায় অভিযুক্ত। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুসারেই ভোট-পরবর্তী হিংসার গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে। তাই জামিন বাতিলের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সংস্থাই।

এ দিন কল্লোল মণ্ডল-সহ সিবিআইয়ের আইনজীবীরা কোর্টে জানিয়েছেন, নিম্ন আদালত ঘটনার গুরুত্বকে অনুধাবন না-করে এবং বিভিন্ন তথ্যপ্রমাণকে যথাযথ ভাবে বিশ্লেষণ না-করেই জামিন দিয়েছে। শুধু তাই নয়, ওই অভিযুক্ত জামিনের শর্তও লঙ্ঘন করেছেন বলেতাঁরা কোর্টে জানান। কল্লোলবাবুকোর্টে আরও জানান, অভিযুক্ত জামিনে ছাড়া পেয়ে ভাটপাড়া থানা এলাকায় ঢুকে মূল অভিযোগকারিণীকে হুমকিও দিয়েছে। অভিযুক্তের আইনজীবী অরিন্দম জানা জানিয়েছেন, অভিযুক্ত পাঁচ মাস জেলে ছিলেন। তাঁর মক্কেল বিচারের মুখোমুখি হতেও রাজি। দুপক্ষের সওয়াল-জবাব শোনার পরে সব বিষয় বিচার করেই জামিনের নির্দেশ বাতিল করে ডিভিশন বেঞ্চ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement