State News

বাংলাদেশের দিকে পাড়ি পোড়া ভেসেলের

কী ভাবে এই পোড়া ভেসেলকে উদ্ধার করা যায় তা নিয়ে বৈঠকে বসেছিলেন কোস্ট গার্ড, বন্দরের কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ২১:৩৪
Share:

আগুন লাগার পর ভেসেলটি।— ফাইল চিত্র।

আগুন এখনও নেভেনি। তার উপরে সাগরে পোড়া ভেসেল ‘এমভি কলকাতা’ ভাসতে ভাসতে চলেছে বাংলাদেশের দিকে।

Advertisement

এই পরিস্থিতিতে শনিবার ভোরে শুরু হচ্ছে নোঙর অপারেশন। কলাইকুন্ডা বিমান ঘাঁটি থেকে ভেসেলের কর্মী, উদ্ধারকারী দল, উপকূলরক্ষীরা হেলিকপ্টারে চেপে ভেসেলের ডেকে নেমে নোঙর করার চেষ্টা করবেন।

কী ভাবে এই পোড়া ভেসেলকে উদ্ধার করা যায় তা নিয়ে বৈঠকে বসেছিলেন কোস্ট গার্ড, বন্দরের কর্তারা। সিদ্ধান্ত হয়েছে নৌ সেনার সাহায্য নেওয়া হবে। বিশাখাপত্তনম থেকে নৌ সেনার জাহাজ আসছে। আসবে বিমান ও হেলিকপ্টারও।

Advertisement

দেখুন ভিডিয়ো

উপকূলরক্ষী বাহিনীর আইজি কুলদীপ সিংহ শেওরান জানান, বিকেলে ভেসেলের আগুন কিছুটা কমেছে। ভেসেল মালিক সংস্থা উদ্ধারকারী দল নিয়োগ করেছে। আগুন নিভলে উদ্ধারকারী দল দুর্ঘটনাগ্রস্ত ভেসেলের কাছে যাবে। পোড়া ভেসেলকে টেনে আনার জন্য বন্দরের কাছ থেকে দুটি জাহাজ মিলেছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজে আগুন, উদ্ধার ২২ কর্মী

ভেসেলটিকে শেষমেশ টেনে আনা যাবে কি না তা এখনও নিশ্চিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement