CPM

‘হিন্দুত্বের হিংসা’ নিয়ে সম্মেলনে বৃন্দার বই

ডানকুনিতে সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলনের তৃতীয় দিনে, সোমবার সম্মেলন চত্বরেই ‘হিন্দুত্বের হিংসার মুখে নারী’ শীর্ষক বইটি প্রকাশিত হয়েছে। বাংলায় তর্জমা করেছেন মধুরিমা দত্ত, ন্যাশনাল বুক এজেন্সি (এনবিএ) থেকে বইটি পাওয়া যাবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৩
Share:
সিপিএমের রাজ্য সম্মেলন প্রাঙ্গণে প্রকাশিত হল বৃন্দা কারাটের বই। ছিলেন প্রকাশ কারাটও। ডানকুনিতে।

সিপিএমের রাজ্য সম্মেলন প্রাঙ্গণে প্রকাশিত হল বৃন্দা কারাটের বই। ছিলেন প্রকাশ কারাটও। ডানকুনিতে। —ফাইল চিত্র।

দেশে যে শাসন চলছে, তাতে ‘নব্য ফ্যাসিবাদে’র বৈশিষ্ট্য দেখা যাচ্ছে বলে মনে করছে সিপিএম। আরএসএস-বিজেপির কার্যকলাপ মূল্যায়নে অন্য বামপন্থী দল সিপিআই এবং সিপিআই (এম-এল) লিবারেশনের সঙ্গে তাদের ফারাক কোথায়, তা বিশ্লেষণ করে কেন্দ্রীয় কমিটির একটি ‘নোট’ নিয়ে আলোচনা হচ্ছে দলের সব রাজ্য সম্মেলনে। তারই মধ্যে হিন্দুত্ব ব্রিগেডের হাতে কী ভাবে মহিলাদের আক্রমণের মুখে পড়তে হয়েছে, সেই বিষয়ে সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটের লেখা বই প্রকাশিত হল।

ডানকুনিতে সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলনের তৃতীয় দিনে, সোমবার সম্মেলন চত্বরেই ‘হিন্দুত্বের হিংসার মুখে নারী’ শীর্ষক বইটি প্রকাশিত হয়েছে। বাংলায় তর্জমা করেছেন মধুরিমা দত্ত, ন্যাশনাল বুক এজেন্সি (এনবিএ) থেকে বইটি পাওয়া যাবে। রাজ্য সম্মেলনে সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি হিসেবে প্রকাশ কারাট, বৃন্দা, মানিক সরকার, এম এ বেবি, তপন সেন, নীলোৎপল বসু ও অশোক ধওয়লে— এই ৭ জন পলিটব্যুরোর সদস্য উপস্থিত আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন