Kolkata Doctor Rape and Murder

জুনিয়র ডাক্তারদের রাতে আলো নেভানোর কর্মসূচি সমর্থন বিজেপির, প্রতীকহীন প্রচার শুরু পদ্মশিবিরের

আরজি কর-কাণ্ডে তাঁদের আন্দোলনে প্রথম থেকেই কোনও রাজনৈতিক দলকেই চাননি জুনিয়র চিকিৎসকেরা। তবে বুধবারের ‘বিচার পেতে আলোর পথে’ কর্মসূচিতে প্রতীক ছেড়ে সমর্থন দিচ্ছে বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:২১
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বুধবার রাতে সব বাড়িতে এক ঘণ্টা (রাত ৯টা থেকে ১০টা) আলো বন্ধ রেখে প্রতিবাদের যে ডাক জুনিয়র ডাক্তারেরা দিয়েছেন, তাকে সমর্থন করতে দলীয় প্রতীক ছাড়াই প্রচারে নামল রাজ্য বিজেপি। যা নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের বক্তব্য, তাঁদের প্রতিবাদের সঙ্গে কেউ যদি একাত্ম বোধ করেন, তা হলে তাঁদের তাতে আপত্তি নেই। কিন্তু সরাসরি কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে এলে তাঁরা তাঁদের ধর্নামঞ্চে তাঁকে বা তাঁদের ঢুকতে দেবেন না।

Advertisement

(বাঁ দিকে) বুধবার রাতে জুনিয়র ডাক্তারদের কর্মসূচির পোস্টার, বিজেপির কর্মসূচির পোস্টার (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

বেশ কয়েকদিন আগে থেকেই ৪ সেপ্টেম্বর, বুধবার রাজ্যের সর্বত্র ‘বিচার পেতে আলোর পথে’ নামে কর্মসূচির ডাক সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’ তাদের পোস্টারে জানায়, বুধবার রাত ৯টা থেকে ১০টা আলো বন্ধ করে দীপ জ্বালান ঘরে ঘরে। ঠিক একই বয়ানে ‘ডিজিটাল পোস্টার’ বানিয়েছে বিজেপি। তাতে পদ্মের ছোঁয়া বলতে গেরুয়া রং। সেই রঙের উপর সাদা রঙে লেখা। বয়ান প্রায় একই। শুধু চিকিৎসকদের ‘দীপ’ ওই পোস্টারে ‘প্রদীপ’ হয়েছে। তবে পোস্টারের কোথাও বিজেপির নাম বা গন্ধ সরাসরি নেই। সোমবার থেকেই সেই পোস্টার সমাজমাধ্যমে ছড়িয়ে দিতে শুরু করেছেন বিজেপির নেতা-কর্মীরা।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ‘‘এই আন্দোলনে আমাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। রাজনীতির বাইরে থেকেই আমরা চাই, গোটা রাজ্যে বুধবার রাতের এক ঘণ্টা আলো নেভানো থাকুক। জ্বলুক আশার প্রদীপ।’’ বিজেপির ওই ‘সমর্থন’ প্রসঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের এক প্রতিনিধি বলেন, ‘‘আমরা প্রথম থেকেই বলেছি, রাজনীতি ছাড়া যদি কেউ আমাদের পাশে দাঁড়াতে চান তবে স্বাগত। তাই আমরা পরিচিত নেতাদের আমাদের ক্যাম্পাসে, ধর্নামঞ্চে জায়গা দিইনি। সরাসরি আমাদের আন্দোলন কর্মসূচিতেও নয়। কিন্তু কেউ যদি নিজের মতো করে বুধবারের কর্মসূচিতে অংশ নিতে চান, তাতে আমাদের কোনও আপত্তি নেই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement