Kamarkundu

মমতার পর কামারকুণ্ডু উড়ালপুর উদ্বোধন করবে বিজেপি, থাকবেন শুভেন্দুও, জানালেন লকেট

গত শনিবার হুগলির সিঙ্গুরে গিয়ে ভার্চুয়ালি কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কামারকুণ্ডু শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ০১:৫১
Share:

ফাইল চিত্র।

কামারকুণ্ডু রেল ওভারব্রিজের উদ্বোধন নিয়ে বিতর্ক অব্যাহত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের পরে ওই উড়ালপুল এ বার গেরুয়া শিবিবের পক্ষ থেকে উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ১০ জুন আবার কামারকুণ্ডু রেলব্রিজ উদ্বোধন করা হবে বলে সোমবার জানালেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ওই উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু ‌অধিকারীও। তবে রেলের প্রতিনিধিরা ওই অনুষ্ঠানে থাকবেন কি না, তা জানা যায়নি।

Advertisement

গত শনিবার হুগলির সিঙ্গুরে গিয়ে ভার্চুয়ালি কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা। রেল ও রাজ্য সরকার যৌথ উদ্যোগে ওই উড়ালপুল তৈরি করেছে। তা সত্ত্বেও রেলের প্রতিনিধিদের বাদ রেখে মুখ্যমন্ত্রী কী ভাবে একা ওই উড়ালপুল উদ্বোধন করলেন, সেই প্রশ্ন তুলেছে বিজেপি। তা নিয়ে মমতাকে আক্রমণ করে লকেট আগেই বলেন, ‘‘কেন্দ্রের প্রতিনিধিকে আমন্ত্রণ না জানিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করেছেন মুখ্যমন্ত্রী।’’

সোমবার আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লকেট জানান, ‘‘ওই উড়ালপুর তৈরির জন্য ৬০ শতাংশ অর্থ দিয়েছে কেন্দ্র। প্রোটোকল অনুযায়ী রাজ্য ও রেল আধিকারিকদের সঙ্গে নিয়ে এই ব্রিজ উদ্বোধন করা উচিত ছিল। রেলের পক্ষ থেকে বেশ কয়েক বার রাজ্য সরকারের কাছে সময় চাওয়া হয়েছিল। কিন্তু তারা সময় তো দিলই না। উল্টে নিজেরাই এই ব্রিজ উদ্বোধন করল। সে জন্য আমরাও ১০ জুন এই ব্রিজ উদ্বোধন করব।’’

Advertisement

মুখ্যমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চে হাজির ছিলেন সিঙ্গুরে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। লকেটের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘‘ওঁদের কথার কী উত্তর দেব! ওঁরা মানুষের থেকে যত বিচ্ছিন্ন হচ্ছেন, তত এই ধরনের কথা বলছেন। ওই উদ্বোধন সরকারি কর্মসূচি ছিল। কোনও দলের নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement