জরুরি ভিত্তিতে বিজেপির করা রথযাত্রা মামলার শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সোমবার শীর্ষ আদালতে যায় বিজেপি।
সোমবার সকালেই দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। সেই সঙ্গে রথযাত্রা মামলার যাতে দ্রুত শুনানি হয় সেই আবেদনও জানানো হয় আদালতে। কারণ এখন শীর্ষ আদালতে শীতকালীন ছুটি চলছে। তাঁরা এ দিনই জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয়। কিন্তু আদালত অন্য মামলার মতই সাধারণ ভাবে সেই মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে।
এই মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী বলেন, আদালতের ছুটি শেষে এই মামলার শুনানি হতে পারে জানুয়ারির ১ বা ২ তারিখ। যদিও ইতিমধ্যেই শুক্রবার রাজ্যের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে শীর্ষ আদালতে। অর্থাৎ রাজ্যের প্রতিনিধিত্ব ছাড়া ওই মামলার শুনানি করা যাবে না।
আরও পড়ুন: মোদীর প্রশিক্ষণ নিয়ে আসা আমলাদের ‘পোস্টিং’ শিকেয় এ রাজ্যে
আরও পড়ুন: অনুমতি না পেলেও সভা, মরিয়া বিজেপি
এর আগে শুক্রবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজেপিকে যে শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছিল তা খারিজ করে দেয় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। রাজ্যের দেওয়া আইন শৃঙ্খলার অবনতির যুক্তি এবং গোয়েন্দা রিপোর্টকেই গুরুত্ব দেয় ডিভিশন বেঞ্চ। রথযাত্রার উপর স্থগিতাদেশ জারি করে আদালত। তখনই বিজেপি ইঙ্গিত দিয়েছিল, তাঁরা শীর্ষ আদালতে যাবেন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে।
(দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলি, নদিয়া-মুর্শিদাবাদ, সহ দক্ষিণবঙ্গের খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা খবর, বাংলার বিভিন্ন প্রান্তের খবর পেয়ে জান আমাদের রাজ্য বিভাগে।)