দুর্গাপুজো ‘দখলে’ এ বার পুরস্কারের ‘পদ্ম-ছক’!

‘বঙ্গ প্রয়াস’ নামে একটি সংগঠন গড়ে বিভিন্ন বারোয়ারি এবং আবাসনের দুর্গাপুজো কমিটির কাছে প্রতিযোগিতায় যোগ দেওয়ার আবেদন জানাবে তারা। প্রতিযোগিতার ট্যাগ লাইন থাকবে— পদ্ম ছাড়া কি পুজো হয়?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৬
Share:

ছবি: সংগৃহীত।

দুর্গাপুজো ‘দখলে’ এখনও ততটা সফল হতে না-পেরে এ বার পুজোকে পুরস্কার দেওয়ার ছক কষল গেরুয়া শিবির।

Advertisement

‘বঙ্গ প্রয়াস’ নামে একটি সংগঠন গড়ে বিভিন্ন বারোয়ারি এবং আবাসনের দুর্গাপুজো কমিটির কাছে প্রতিযোগিতায় যোগ দেওয়ার আবেদন জানাবে তারা। প্রতিযোগিতার ট্যাগ লাইন থাকবে— পদ্ম ছাড়া কি পুজো হয়? যারা ওই আবেদনে সাড়া দেবে, তাদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘আমরা চাইব, জাতীয়তাবাদী চিন্তায় উদ্বুদ্ধ এবং বাংলার সংস্কৃতি রক্ষা করতে সক্ষম পুজো কমিটিগুলিই এই প্রতিযোগিতায় যোগ দিক।’’ বিজেপি প্রাথমিক ভাবে দাবি করেছিল, রাজ্যের বহু পুজো কমিটিই এ বছর তাদের কাছে আসছে অমিত শাহ বা অন্য কোনও দলীয় নেতা বা কেন্দ্রীয় মন্ত্রীকে দিয়ে পুজো উদ্বোধন করানোর আবেদন নিয়ে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, এ রাজ্যের পুজো উদ্বোধনে শাহর আপত্তি নেই। যদিও মহালয়ার ১২ দিন আগেও বিজেপি সেই পুজো কমিটিগুলির নাম জানাতে পারেনি। এই পরিস্থিতিতে শাহর পুজো উদ্বোধনে আসার দিনক্ষণও অনিশ্চিত। এখন ‘বঙ্গ প্রয়াস’ আয়োজিত পুজো প্রতিযোগিতায় যারা নাম দেবে, তাদের মণ্ডপে শাহ আসবেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement