ছবি: সংগৃহীত।
সল্টলেকে নিজের ক্লাবের গণেশ পুজোয় বিজেপির প্রথমসারির নেতাদের হাজির করে তাঁকে নিয়ে গুঞ্জনে নতুন মাত্রা যোগ করলেন সব্যসাচী দত্ত। সোমবার এই পুজোর উজ্বোধন করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন ও মুকুল রায়। মুখে অবশ্য এদিনও বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে সহাবস্থানে রাজনীতির কথা অস্বীকার করেছেন বিধাননগরের প্রাক্তন মেয়র।
নানা বিষয়ে দলের সঙ্গে বিরোধ চলছিলই। তারপর বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তৃণমূলের সঙ্গে সব্যসাচীর রাজনৈতিক সম্পর্ক এখন নেই বললেই চলে। এই অবস্থায় বি এফ ব্লকে নিজের পুজোয় বিজেপির প্রথমসারির নেতাদের আমন্ত্রণ করে এনেছিলেন সব্যসাচী। তারপর থেকেই তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। সব্যসাচী অবশ্য এদিনও বিজেপির সঙ্গে তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠতা আড়াল করে বলেন, ‘‘সব বিধায়ককেই আমন্ত্রণ জানিয়েছি। ওঁরা এসেছেন।’’ মুকুল বা মেনন অবশ্য বিধায়ক নন। দিলীপবাবু অবশ্য বলেন, ‘‘গণেশের কৃপায় আগে আলাদা আলাদা রঙ ছিল। এখন সব এক হয়ে গিয়েছে। এই যে রঙ মিলে যাচ্ছে, মনও মিলে যাবে।’’ তবে পুজো মন্ডপে তাঁদের উপস্থিতি যে রাজনীতির বাইরে নয়, তা স্বীকার করেই বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘এই রঙ মন মিলে আমরা থাকব। সব জায়গায় রাজনীতি হয়। পুজোতেও রাজনীতি হয়।’’ রাতে পুজো দেখতে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহও।