Ram Mandir Inaguration

সকালে উত্তর কলকাতায়, বিকেলে দক্ষিণে, মাঝে হাওড়ায় গঙ্গা আরতি, দিনভর কর্মসূচি শুভেন্দুর

বিকেলে হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গাঘাটে মহাআরতি অনুষ্ঠানে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। নিজেই গঙ্গা আরতি করবেন বলে জানিয়েছেন তিনি। এর পর তাঁর কর্মসূচি অনুষ্ঠিত হবে দক্ষিণ কলকাতায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৪:১৮
Share:

বিজেপি কাউন্সিলর সজল ঘোষের আয়োজিত রামমন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানের সম্প্রচার দেখতে যান শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।

নন্দীগ্রাম নয়, রামমন্দির উদ্বোধনের দিন কলকাতার উত্তর থেকে দক্ষিণ জুড়ে নিজের কর্মসূচিতে ব্যস্ত থাকছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সকালে উত্তর কলকাতার বৈকুণ্ঠ মন্দির থেকে জোড়াসাঁকোর রামমন্দির পর্যন্ত এক ধর্মীয় সংগঠনের মিছিলে পা মেলান তিনি। পরে ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে আয়োজিত রামমন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠানের সম্প্রচার দেখতে যান লেবুতলা পার্কে। সেখানেই উপস্থিত উত্তর কলকাতা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ-সহ কর্মী-সমর্থকদের নিয়ে অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান দেখেন শুভেন্দু।

Advertisement

এর পর বিকেলে হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গাঘাটে মহাআরতি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। নিজেই গঙ্গা আরতি করবেন বলে জানিয়েছেন শুভেন্দু। এর পর তাঁর কর্মসূচি অনুষ্ঠিত হবে দক্ষিণ কলকাতায়। সেই তালিকায় রয়েছে তৃণমূলের গড় ভবানীপুরও। সন্ধ্যায় রাম দরবারের উদ্বোধন করতে গরচা ফার্স্ট লেনে যাবেন নন্দীগ্রামের বিধায়ক। তার পর কলকাতা বন্দর এলাকার ভূকৈলাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। তাঁর শেষ অনুষ্ঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে। সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন শুভেন্দু। রামমন্দির উদ্বোধনের দিন নিজের বিধানসভা কেন্দ্রের যাবতীয় কাজ রবিবার সেরে এসেছেন বলে বিরোধী দলনেতার দফতর সূত্রে খবর।

সকালে মিছিল কিংবা পরে রামমন্দিরের উদ্বোধন দেখার সময় সংবাদমাধ্যমে কোনও রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে চাননি শুভেন্দু। তিনি বলেছেন, ‘‘আজ কোনও রাজনৈতিক দল নয়, রাজনীতির কথা নয়। হিন্দুরা রাস্তায় নেমেছেন। আজ কলকাতা জুড়ে শুধুই জয় শ্রীরাম ধ্বনি শোনা যাচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement