Koustav Bagchi

স্বাধিকার ভঙ্গে হাজিরা কৌস্তভের

নির্মলকেও শুনানিতে ডাকার জন্য কমিটির কাছে আবেদন জানিয়েছেন কৌস্তভ। তবে এই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ০৫:৩৯
Share:

কৌস্তভ বাগচী। —ফাইল চিত্র।

বিধানসভায় স্বাধিকার কমিটির কাছে হাজিরা দিলেন বিজেপির আইনজীবী-নেতা কৌস্তভ বাগচী। তাঁর বিরুদ্ধে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং বিধায়কদের সম্পর্কে ‘অসম্মানজনক’ মন্তব্যের অভিযোগে তাঁকে ডেকে পাঠিয়েছিল ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন স্বাধিকার রক্ষা কমিটি। সূত্রের খবর, শুনানিতে উপস্থিত হয়ে কৌস্তভ শুক্রবার দাবি করেছেন, তাঁর মন্তব্য যে বাংলার স্পিকার বা বিধায়কদের নিয়ে, তেমন কোনও ইঙ্গিত নেই। সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষের স্বাধিকার ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কৌস্তভকে ডাকা হয়েছিল। নির্মলকেও শুনানিতে ডাকার জন্য কমিটির কাছে আবেদন জানিয়েছেন কৌস্তভ। তবে এই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement