ছবি ফেসবুক।
কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে দেশজোড়া আন্দোলনে বিজেপি এখন কোণঠাসা। কৃষকদের সেই প্রতিরোধের শরিক তৃণমূল কংগ্রেসও। এই পরিস্থিতিতে তৃণমূল শাসিত বাংলায় কৃষকদের দুর্দশা নিয়ে সরব হচ্ছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের কৃষক সহায়ক বিভিন্ন প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের কৃষকরা পাচ্ছেন না বলে অভিযোগ তুলে আগামী ১৭ সেপ্টেম্বর আন্দোলনের ডাক দিয়েছে বিজেপির কিষাণ মোর্চা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বুধবার জানান, কিষাণ মোর্চা ১৭ তারিখ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টোরেট অফ এগ্রিকালচার (এডিএ)-এর দফতরে প্রতীকী ঘেরাও করবে। কোভিড নিয়ন্ত্রণ বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই কর্মসূচি হবে। এ ছাড়া, আগামী ১২ থেকে ১৭ সেপ্টেম্বর কেন্দ্রের কৃষক প্রকল্পগুলি সম্পর্কে প্রচার চালাবে বিজেপির কৃষক সংগঠন। ১২ তারিখ বলরামজয়ন্তী উপলক্ষে দলের ৯৭৩টি সাংগঠনিক মণ্ডলে কৃষকদের পংক্তিভোজনও করাবে তারা।