রাজ্য নির্বাচন কমিশনে বিজেপি। —ফাইল চিত্র।
রাজ্যে খসড়া ভোটার তালিকায় বিস্তর গরমিল এখনও রয়ে গিয়েছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল বিজেপি। ভোটার তালিকা সংশোধনের চলতি প্রক্রিয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। আগামী বছর জানুয়ারিতে নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে। এই প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ় আফতাবের সঙ্গে দেখা করে বিজেপির তরফে শিশির বাজোরিয়া, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, লোকনাথ চট্টোপাধ্যায়েরা লোকসভা কেন্দ্রওয়াড়ি তালিকা জমা দিয়ে জানিয়েছেন, মোট ১৭ লক্ষ ১৪ হাজার ৬৬ জনের নাম খসড়া ভোটার তালিকায় একাধিক বার আছে (দ্বৈত ভোটার)। এর মধ্যে একই সচিত্র পরিচয়পত্র কিন্তু আলাদা আলাদা জায়গায় নাম আছে, এমন সংখ্যা ৩২ হাজার ৮৮৬। এর পাশাপাশি বাদ দেওয়া হয়নি মৃত ভোটারদেরও নাম। বিজেপি নেতাদের অভিযোগ, এর আগে সর্বদল বৈঠকে বিষয়টি তোলা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে অভিযোগ জানাতে গেলে তাঁরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের বলছেন মৃত্যুর শংসাপত্র জমা দিতে। যা কার্যক্ষেত্রে সম্ভব নয়! শিশিরের বক্তব্য, ‘‘কয়েক দিন আগে স্বয়ং মুখ্যমন্ত্রী ভুয়ো এবং মৃত ভোটারদের নাম থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। কিন্তু বাস্তবে বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেননি। রাজনৈতিক দলের কাছে শংসাপত্র না-চেয়ে কমিশন জন্ম ও মৃত্যুর পঞ্জি, পরিবারিক পেনশন পঞ্জি দেখলেই তথ্য পাবে। সঠিক ভোটার তালিকা ছাড়া সুষ্ঠু নির্বাচন কী ভাবে সম্ভব?’’