কর্মীরা আক্রান্ত, অভিযোগ বিজেপির 

বোলপুরের সিঙ্গি পঞ্চায়েতের বড়ডিহা গ্রামে অশান্তির সূত্রপাত রবিবার রাত থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০৪:৩৩
Share:

সোমবার দুপুরে পূর্ব বর্ধমানের কাটোয়া এবং রাতে পশ্চিম বর্ধমানের কাঁকসা ও বীরভূমের বোলপুরে তৃণমূলের লোকজন চড়াও হয় বলে অভিযোগ বিজেপি নেতাদের।

বিজেপি নেতা-কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল তিন জেলায়। সোমবার দুপুরে পূর্ব বর্ধমানের কাটোয়া এবং রাতে পশ্চিম বর্ধমানের কাঁকসা ও বীরভূমের বোলপুরে তৃণমূলের লোকজন চড়াও হয় বলে অভিযোগ বিজেপি নেতাদের। অভিযোগ উড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি, বোলপুরে তাদের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই।

Advertisement

বোলপুরের সিঙ্গি পঞ্চায়েতের বড়ডিহা গ্রামে অশান্তির সূত্রপাত রবিবার রাত থেকে। বিজেপি নেতাদের অভিযোগ, সে রাতে এলাকায় পতাকা, ব্যানার টাঙাচ্ছিলেন দলের কর্মীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে সেগুলি ছিঁড়ে দেয়। সোমবার সন্ধ্যায় গ্রামে একটি শান্তি-মিছিল করে তৃণমূল। বিজেপি নেতাদের অভিযোগ, সেই মিছিল থেকে বহিরাগত দুষ্কৃতীরা তাঁদের কয়েক জন কর্মীর বাড়িতে চড়াও হয়। আট জনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ।

হামলার কথা অস্বীকার করে সিঙ্গির প্রাক্তন প্রধান তৃণমূলের অসিমা মণ্ডলের পাল্টা অভিযোগ, ‘‘বিজেপি আশ্রিত দুষ্কৃতী আমার বাড়িতেই ভাঙচুর চালিয়েছে।’’ পুলিশ জানায়, গ্রামে টহল চলছে। দু’পক্ষের মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সে রাতেই কাঁকসার বনকাটিতে বিজেপির মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক রাজীব রায়ের দোকান ও বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। রাজীববাবু অভিযোগ করেন, ‘‘রাতে আচমকা আমার মোবাইলের দোকানের সামনে জড়ো হয়ে তৃণমূলের কিছু লোকজন মারধর শুরু করে। দোকানের বোর্ড ভেঙে দেয়।’’ তাঁর দাবি, পাশেই তাঁদের দলের এক কর্মীর ওষুধের দোকান রয়েছে। সেখানেও হামলা হয়। পুলিশ ও নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন তিনি। কাঁকসার বিজেপি নেতা রমন শর্মার দাবি, প্রশাসনের কাছে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলের দাবি জানানো হয়েছে।

সোমবার সকালে কাটোয়ার করুই বাসস্ট্যান্ডে বাজার করতে গেলে এক তৃণমূল কর্মী তাঁর উপরে চড়াও হয় বলে অভিযোগ বিজেপির কাটোয়া ২ মণ্ডল সভাপতি স্বপন দত্তের। তাঁর অভিযোগ, ‘‘স্থানীয় বাসিন্দারা তখন আমাকে উদ্ধার করলেও দুপুরে ফের হাঁসুয়া নিয়ে বাড়িতে হামলা চালায় ওই তৃণমূল কর্মী। পড়শিরা এসে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।’’ পুলিশ জানায়, অভিযুক্ত গোপাল মাজিকে গ্রেফতার করা হয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে তাঁদের দলের যোগ নেই বলে দাবি করেন তৃণমূল নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement