প্রতীকী ছবি।
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে নীরবতার অভিযোগে পরস্পর তরজায় জড়ালো বিজেপি ও তৃণমূল কংগ্রেস।
গত কয়েকদিন ধরেই প্রতিবেশী বাংলাদেশের অশান্তি নিয়ে চর্চা চলছে। তবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে এ বার প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার তিনি বলেন, “তৃণমূল নেতৃত্ব নাকি বাঙালিয়ানায় আমাদের থেকে অনেক বেশি! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের অবস্থান এখনও আমরা জানতে পারলাম না।”
বিজেপির এই বক্তব্যকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র সাসংদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘প্রধানমন্ত্রীও তো নীরব। আমরা তো তা নিয়ে প্রশ্ন করিনি। আন্তর্জাতিক স্তরের এইরকম স্পর্শকাতর কোনও বিষয়ে দেশের অবস্থান নিয়ে সকলের কথা বলা উচিত নয়। এ নিয়ে কিছু বলার থাকলে মুখ্যমন্ত্রী যথাযথ জায়গায় তা বলবেন। এটা বোঝার ক্ষমতা বিজেপি নেতাদের থাকার কথা নয়।’’ বাংলাদেশের অশান্তির নিন্দা করলেও গুরুত্ব বিচার করেই তৃণমূল নেতৃত্ব ঘটনার উপর নজর রেখেছেন। তাঁর কথায়, ‘‘এই পর্যায়ে কোনও ঘটনা ঘটলে কোনও রাজ্যের মত বা প্রতিক্রিয়া দেশের সরকারের থেকে পৃথক হতে পারে না। সেক্ষেত্রে নিজের সাংবিধানিক দায়িত্ব বুঝেই মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফে পদক্ষেপ করা হবে।’’
অন্যদিকে, বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি ও তৃণমূল, দুই দলের অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছেন সিপিএম। দলের পলিটব্যুরো সদস্য নীলোৎপল বসু বলেন, ‘‘এই ঘটনাকে সামনে রেখে বিজেপি অস্থিরতা উস্কে দেওয়ার রাজনীতিতে নেমে পড়েছে। আর বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বা রাজ্যের তৃণমূল সরকারও অদ্ভুত ভাবে নীরব রয়েছে।’’