রোশন গিরি (বাঁ দিকে ওপরে, নীচে) এবং বিমল গুরুঙ্গ।-ফাইল চিত্র।
সুর আগেই নরম হয়েছিল। এ বার দৃশ্যতই আত্মসমর্পণের সুর! গোর্খা জনমুক্তি মোর্চার গলায়।
সূত্রের খবর, শান্তি ফেরানোর লক্ষ্যে পাহাড়ের রাজনৈতিক দলগুলিকে নিয়ে সর্বদলীয় বৈঠকে যাতে তাদেরও ডাকা হয়, চিঠি লিখে রাজ্য সরকারের কাছে সেই আর্জি জানানো হল গোর্খা জনমুক্তি মোর্চার তরফে।
সেই চিঠি লিখেছেন বিনয় তামাং। মামলার তাড়ায় লোকচক্ষুর প্রায় আড়ালে চলে যাওয়া তিন নেতা বিমল গুরুঙ্গ, প্রকাশ গুরুঙ্গ ও প্রবীণ সুব্বার অনুপস্থিতিতে মঙ্গলবারই গোর্খা জনমুক্তি মোর্চার মাথা হয়েছেন বিনয় তামাং। তার পর আজই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায় তামাংয়ের চিঠি। যে চিঠির আগাগোড়াই রয়েছে কার্যত আত্মসমর্পণের সুর।
আরও পড়ুন- ইস্তফা দিতে চাইলেন রেলমন্ত্রী, মোদী বললেন অপেক্ষা করতে
আরও পড়ুন- সুপ্রিম কোর্টের তালাক-রায় ‘অসাংবিধানিক’, পাল্টা দাবি সিদ্দিকুল্লাদের
শান্তি ফেরানোর লক্ষ্যে পাহাড়ের সবক’টি রাজনৈতিক দলকে নিয়ে যে বৈঠক ডেকেছে রাজ্য সরকার, তার কথা তাঁরা ‘মিডিয়ার মাধ্যমে’ জেনেছেন বলে তামাং লিখেছেন সেই চিঠিতে। আর সেই বৈঠকে যাতে তাঁদেরও (গোর্খা জনমুক্তি মোর্চা) ডাকা হয়, কোনও রাখঢাক না-রেখেই তার আর্জি জানিয়েছেন রাজ্য সরকারের কাছে। লিখেছেন, ‘‘আমাদেরও ডাকুন’’।
রাজ্য সরকারের তরফে অবশ্য এখনও সেই চিঠির প্রাপ্তিস্বীকার করা হয়নি। চিঠির জবাব এখনও পৌঁছয়নি তামাংয়ের কাছে। মোর্চার তরফে জানানো হয়েছে, তাঁরা এখনও পর্যন্ত কোনও আমন্ত্রণ পাননি।
সরকারি সূত্রের খবর, চিঠি দিয়ে মোর্চাকেও ডাকা হবে সর্বদলীয় বৈঠকে।