প্রধানমন্ত্রী সভা করতে আসার আগে বীণাপানি ঠাকুরের (বড়মা) ‘অসুস্থতা’ নিয়ে পরিবারের মধ্যে শুরু চাপানউতোর। মঙ্গলবার তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের কাছ থেকে খবর পেয়ে গাইঘাটার ব্লক মেডিক্যাল অফিসার ভিক্টর সাহার নেতৃত্বে চিকিৎসকদের একটি দল ঠাকুরবাড়ি যায়। পরে ভিক্টর বলেন, ‘‘বড়মার জ্বর এসেছে, সঙ্গে শ্বাসকষ্টও আছে। বুকে কফ জমেছে।’’ যদিও বড়মার নাতি, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরের কথায়, ‘‘মঙ্গলবার সকালেও বড়মার সঙ্গে দেখা করেছি। উনি সুস্থ।’’ তাঁর দাবি, ২ ফেব্রুয়ারি ঠাকুরনগরে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে বড়মার সঙ্গে দেখা করতে না পারেন, তাই এই ষড়যন্ত্র।
তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘বড়মা অসুস্থ। কী ভাবে তাঁর চিকিৎসা হবে, সেটা পরিবার ঠিক করবে।’’