রাজ্যের বিভিন্ন অগণতান্ত্রিক কাজ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি— এ সবের বিরুদ্ধে বামেদের কর্মসূচি সব জেলায় ঠিকমতো করা যায়নি। বৃহস্পতিবার বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ক্ষোভের সঙ্গে এ কথা কবুল করেন। এ দিন বামফ্রন্টের বৈঠকে বিভিন্ন জেলা থেকে রিপোর্ট নিয়ে দেখা যায়, সব জেলায় আন্দোলন কর্মসূচি ঠিকমতো করা যায়নি। লোক জমায়েত করা যায়নি। কেন কর্মসূচি ঠিকমতো করা যায়নি জেলা বামফ্রন্টের নেতৃত্বের কাছে তা জানতে চাওয়া হবে। সেই সঙ্গে আন্দোলন-কর্মসূচির মেয়াদ ৬ জুলাই পর্যন্ত বৃদ্ধিও করা হয়েছে। বিমানবাবু বলেন, ‘‘সব মিলিয়ে মিথ্যা মামলার সংখ্যা ২৬ হাজার। রোদ, জল, ঝড় উপেক্ষা করে বাম কর্মীদের থানার সামনে বিক্ষোভ দেখাতেই হবে।’’