হলুদ ওড়না নিয়ে আছেন লালনের স্ত্রী । সিঁড়িতে পাশে বসে আছে বড় ছেলে ও ছোট ছেলে আত্মীয়রা কোলে। —নিজস্ব চিত্র।
রামপুরহাটের বড়শাল পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছোট লালন ওরফে কামিরুল শেখকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। ছোট লালন মুখের ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট। বগটুই হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের (বড় লালন) সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
২০২২ সালের ২১ মার্চ রাতে ভাদু খুন হন। সেই রাতেই ভাদুর অনুগামীরা বগটুইয়ে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। এতে মৃত্যু হয় ১০ জনের। ২০২২ সালে পয়লা অগস্ট তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। বর্তমানে তিনি কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দি আছেন। সূত্রের খবর, গ্রেফতারের দু’মাস পরেই ছোট লালন ক্যানসারে আক্রান্ত হন। তাঁর ডান দিকের গালে ক্যানসার হয়েছে।
ছোট লালনের স্ত্রী কুলসুম বিবি বলেন, ‘‘স্বামীর শরীর খুব খারাপ। ঠিকমতো চলাফেরাও করতে পারছেন না। বিনা অপরাধে জেল খাটছেন। ভাদু খুনের সময়ে আমরা পুণেতে ছিলাম। এর ভিডিয়ো আছে। ছোট দু’টি সন্তান রয়েছে। মামলার ও চিকিৎসার খরচ জোগাতে সব বিক্রি করে দিতে হচ্ছে।’’
ছোট লালনের দাদা সমীর শেখও বলেন, ‘‘ভাই ভাদু খুনের ঘটনার সময়ে এখানে ছিল না। ও আট বছর গ্রামছাড়া। ভাইয়ের মুখে ক্যানসার ধরা পড়েছে। বিচারপতি চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন। গত বছরের চৈত্র থেকে চিকিৎসা চলছে।ভাইয়ের শারীরিক অবস্থা খারাপ ছিল। তাঁর চিকিৎসার সমস্ত কাগজপত্র আদালতে পেশ করা হয়। আদালতের রায়ে আমরা খুশি।"
বগটুই কাণ্ডে স্বজনহারা পরিবারের সদস্য মিহিলাল শেখ বলেন, "জামিন পাবে শুনেছিলাম। তবে আজকেই পাবে সেটা জানতাম না। আশা করা যায় এ বার অনেকেই জামিন পাবেন।’’ কুলসুম বলেন, "সিবিআই স্বামীর চিকিৎসার ব্যবস্থা করুক। একটি পরিবার বিনা দোষে কষ্ট পাচ্ছে। এই অভিযোগ থেকে তাঁর মুক্তি চাইছি।"