রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩৪০টি অভিযোগ জমা পড়েছে।
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন (২৩ এপ্রিল) কত অভিযোগ জমা পড়েছিল, রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট। সোমবার সন্ধ্যার মধ্যেই তা জানাতে নির্দেশ দেয় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। কমিশন সূত্রে খবর, তাদের আইনজীবী এ দিনই কোর্টে জানিয়েছেন, ৩৪০টি অভিযোগ জমা পড়ে। সেটাই লিখিত ভাবে জানানো হবে।
ই-মেলে মনোনয়ন জমা দেওয়ার দাবিতে সিপিএমের দায়ের করা মামলার শুনানিতে এ দিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত বলেন, ভোট আটকাতে কথায় কথায় মামলা হচ্ছে। মনোনয়ন পেশে যে বাধা দেওয়া হয়েছে, তার প্রমাণ দাখিল করার নির্দেশ দিক আদালত। তা শুনে বিচারপতি সমাদ্দার এজি-কে বলেন, ‘‘জমা পড়া অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কী ব্যবস্থা নেওয়া হয়েছে, আদালত কি জেলাশাসক বা রাজ্য পুলিশের ডিজি-র কাছ থেকে তার রিপোর্ট তলব করবে? সেই সব রিপোর্ট পেলে ঘড়ির কাঁটা পিছনের দিকে ঘুরে যাবে না তো?’’
সিপিএমের কৌঁসুলি বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, জনগণ একাধিক প্রার্থীর মধ্যে এক জনকে বেছে নেয়। কিন্তু যদি মনোনয়নই পেশ করতে দেওয়া না হয়, জনগণ কাকে নির্বাচন করবেন! তাঁর প্রশ্ন, ভাঙড়ের একটি পঞ্চায়েতের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মনোনয়ন পেশ গ্রাহ্য হলে, অন্য ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন?
আদালত কমিশনের আইনজীবী নয়নচাঁদ বিহানির কাছে জানতে চায়, ২৩ এপ্রিল বেলা তিনটের মধ্যে মনোনয়ন দিতে চেয়ে কত আবেদন জমা পড়েছে। তিনি জানান, ২৫টি ই-মেলে ৬২ জন আবেদন করেছেন।
সেই সব আবেদন গ্রাহ্য হবে কি না, তা জানতে চায় কোর্ট। নয়ন জানান, পঞ্চায়েত আইন অনুযায়ী প্রার্থী বা তাঁর প্রস্তাবককে সশরীরে হাজির হয়ে মনোনয়ন পেশ করতে হয়। তা শুনে ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘‘ধরা যাক, কোনও প্রার্থী মনোনয়ন পেশ করতে এসে পড়ে গিয়ে পা ভাঙলেন বা অসুস্থ হলেন। সে ক্ষেত্রে তিনি হাসপাতালে গিয়ে সেখানকার কম্পিউটারের মাধ্যমে ই-মেলে কি মনোনয়ন পেশ করতে পারবেন না?’’
বিকাশবাবুর অবশ্য দাবি, প্রায় ৮০০ প্রার্থী মনোনয়ন পেশে বাধা পেয়েছেন। এবং তথ্যপ্রযুক্তি আইন মতে ই-মেলে মনোনয়ন জমা দিলে তা গ্রাহ্য। তৃণমূলের পক্ষে দলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, অভিযোগ জমা হয়েছে সিপিএমের রাজ্য বা জেলা বা জোনাল কার্যালয় থেকে। কোনও প্রার্থী অভিযোগ করেননি।
ডিভিশন বেঞ্চ এ দিন জানায়, শুনানি শেষ। আজ, মঙ্গলবার রায় ঘোষণা হতে পারে।