প্রতীকী ছবি।
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিল সংক্রান্ত যাবতীয় বিতর্ক কলকাতা হাইকোর্টেই মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিষয়টি যাতে কলকাতা হাইকোর্টে আজ, বৃহস্পতিবারই শোনা হয় সে সুপারিশও করেন শীর্ষ আদালতের দুই সদস্যের বেঞ্চ।
আজ, পঞ্চায়েত সংক্রান্ত অন্য একটি মামলার শুনানিও রয়েছে কলকাতা হাইকোর্টে। ফলে দু’টি মামলারই একসঙ্গে শুনানি হতে পারে বলে আদালত সূত্রের খবর। হাইকোর্টের রায়ের উপর পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া অনেকটাই নির্ভর করতে পারে বলে অনেকের মত।
বুধবার শীর্ষ আদালতে বিরোধী শিবিরের তরফে এক দিকে রাজ্যের পরিস্থিতি তুলে ধরা হয়। তেমনি অন্য দিকে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ মনোনয়ন জমা দেওয়ার দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও, কী ভাবে রাজ্য প্রশাসন পরোক্ষে ‘চাপ সৃষ্টি করে’ সিদ্ধান্ত প্রত্যাহার করান, সে বিষয়ে শীর্ষ আদালতকে জানান বিজেপির আইনজীবী।
আরও পড়ুন: কিস্যু হয়নি! সন্ত্রাস নেই, দাবি মমতার, বিরোধীরা অনড়ই