State News

ভোটে হিংসা নিয়ে রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করল কেন্দ্র, সক্রিয় কেশরীও

রবিবারও রাজ্যের নানা প্রান্ত থেকে হিংসার খবর এসেছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর-সহ নানা জেলায় হিংসাত্মক ঘটনা চলেছে রাত পর্যন্তও। সেই আবহেই আজ সকাল ৭টা থেকে শুরু পঞ্চায়েতের ভোটগ্রহণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০১৮ ০০:০০
Share:

কান্নায় ভেঙে পড়েছেন ভোট সন্ত্রাসে নিহত মৃত কর্মীর পরিবার। নম্দীগ্রামে।

বাংলার পঞ্চায়েত নির্বাচনে অবাধ হিংসার খবরে নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। হিংসার ছবিতে উদ্বিগ্ন কেন্দ্র রিপোর্ট চেয়ে পাঠাল পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে।
কেন্দ্র যে রিপোর্ট চেয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রেই সে খবর জানা গিয়েছে। তবে নবান্নের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
ভোটগ্রহণে ভয়াবহ হিংসা এবং প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিও। তিনিও রিপোর্ট পাঠাচ্ছেন কেন্দ্রে। খবর রাজভবন সূত্রের।

Advertisement

বোমা, গুলি, মারধর, বুথ দখল দিয়েই সোমবার শুরু হয়েছিল পঞ্চায়েত ভোট। সন্ত্রাসের অভিযোগ আসতে শুরু করেছিল ভোটের আগের রাত থেকেই। আর এ দিন বেলা বাড়তেই আসতে শুরু করে একের পর এক খুনের খবর । এ পর্যন্ত ছয় জেলায় ভোটের বলি ১০। খুনের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙা ও নওদায়, দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে, উত্তর ২৪ পরগনার আমডাঙা ও দেগঙ্গায়, নদিয়ার শান্তিপুর ও নাকাশিপাড়ায়, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এবং কোচবিহার উত্তরে। রবিবার রাতেও দক্ষিণ ২৪ পরগনার নামখানার বুধাখালি গ্রাম পঞ্চায়েতের সিপিএম কর্মী দেবু দাস এবং তাঁর স্ত্রী উষা দাসকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

আরও পড়ুন: কোথাও বোমা-গুলি-মার, কোথাও জল-বাতাসা, দেখুন কেমন চলছে ভোট

নন্দীগ্রামের খোদামবাড়িতে গুলিবিদ্ধ হয়ে দুই সিপিএম কর্মীর মৃত্যু।

কোচবিহার উত্তর বিধানসভার গোপালপুরে তৃণমূলী গুন্ডাদের মারে মৃত সাধারণ ভোটার।

আরামবাগের আরান্ডিতে তৃণমূল সমর্থককে গুলি। তেহট্টেও খুন হন এক ব্যক্তি।

বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪১.৫১ শতাংশ

নাকাশিপাড়ায় মৃত তৃণমূল কর্মী ভোলা দফাদার

শান্তিপুরে ‘বুথ দখল’ করতে গিয়ে গণপিটুনিতে খুন তৃণমূল কর্মী। তার আগে এই জিপিরই বিবেকানন্দনগরে প্রায় ২০টি বাইক ঢোকে। গুলি চলে। সেখানেও গ্রামবাসীরা তাদের তাড়া করে। ১১টা বাইক পুড়িয়ে দেয়। তিন জনকে ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

দেখুন ভিডিও:

সবংয়ের বলপাইয়ে প্রিসাইডিং অফিসারকে পিস্তল দেখিয়ে ভোট লুঠের অভিযোগ, অসুস্থ অবস্থায় তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বেলডাঙা ১ ব্লকের সুজাপুর কুমারগ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় বুথ দখল শাসকদলের।

কুমারগ্রামে গুলি-বোমা নিয়ে হামলা, শাসকদল আশ্রিত দুষ্কৃতীর ছোড়া গুলিতে বিজেপি কর্মী তপন মণ্ডল গুলিবিদ্ধ।

নয়াগ্রামের ছোটঝরিয়া বুথে বিজেপি এজেন্টকে মারধর করে বার করে দেওয়া হল বুথ থেকে।

মুর্শিদাবাদের ভরতপুরে জখম পুলিশকর্মী, ব্যালটপেপার ছিনিয়ে জলে ফেলার অভিযোগ।

কমিশনের হিসাব অনুযায়ী বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৬.২৮ শতাংশ।

আমডাঙায় সিপিএম কর্মী খুন, নিহতের নাম তকবির গায়েন। আমডাঙার পাঁচপোতায় বোমায় গুরুতর জখম দু’জন সিপিএম কর্মী।

খুন হয়েছে কুলতলিতেও। নিহতের নাম আরিফ আলি গাজি। তিনি তৃণমূল কর্মী। অভিযোগ এসইউসি-র দিকে।

ভগবানগোলা-১ ব্লকের সুন্দরপুর পঞ্চায়েতের সব আসনে ছাপ্পা ভোট দিয়ে ভোট প্রক্রিয়া শেষ করল তৃণমূল

সামসেরগঞ্জে লাইনে দাঁড়ানো ভোটারদের তৃণমূলী মস্তানরা পিস্তল দেখিয়ে তাড়িয়ে দেয়

তমলুকের ধলহরা পশ্চিম বুথে এক নির্দল প্রার্থীর সমর্থককে মারধর। মাথা ফেটে গিয়েছে তাঁর

গোপীবল্লভপুর ২ নং ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের হাতিবাধা গ্রামে ভোট দিতে যেতে বাধা বিজেপি সমর্থককে

কেশপুরের মাথানিয়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর গোলমাল, এলাকায় বিশাল পুলিশ বাহিনী।

শান্তিপুরের বিবেকানন্দ স্কুলে সেক্টর অফিসার বৃন্দাবন দাসকে আটকে রাখার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

বাগদার আমডোবে ব্যালট লুঠ, গুলি বোমা, জখম ১০

দত্তপুকুরের কদম্বগাছিতে বিজেপি প্রার্থী নীলিমা দে সরকারকে মেরে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে ১৮/১৪০ নম্বর বুথে ভোটগ্রহণ বন্ধ হয়ে গেল, ব্যালট বাক্স পুড়িয়ে ফেলার অভিযোগ

সবংয়ের দণ্ডরা-য় বিজেপি প্রার্থী ও এজেন্টকে বুথ থেকে বের করে ব্যাপক ছাপ্পা, বুথে তৃণমূলের জটলা

নয়াগ্রামের মলমে বিজেপি নেতা ফিলিপ হেমব্রমকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শান্তিপুরের গোবিন্দপুরে তৃণমূল দুষ্কৃতীদের ৭টি মোটরবাইক পুড়িয়ে দিল ভোটাররাই

হলদিয়ার বড়বাজিতপুর মক্তব প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা, সিপিএম-তৃণমূলে হাতাহাতি

কাঁথি দেশপ্রাণ ব্লকে ব্যালট ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ, ভোট বন্ধ

নন্দীগ্রামে ভোট দিতে না পেরে পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ

দেখুন ভিডিও:

গোয়ালপোখর নন্দঝড় বুথে সিপিএম বনাম তৃণমূল গণ্ডগোল। প্রিসাইডিং অফিসারকে বের করে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।বিরোধীদের এজেন্ট বসানো নিয়ে গণ্ডগোল।

হলদিবাড়ি ব্লকের বটেরডাঙা বুথে কোনও পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি তৃণমূল

মুর্শিদাবাদের বেলডাঙার হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ে ৬ নম্বর বুথ দখল

হোসেনপুর প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল আশ্রিত প্রায় ৩০০ দুষ্কৃতী বুথে ঢুকে ভোটারদের বাইরে বার করে দিয়েছে বলে অভিযোগ

বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহের বিরুদ্ধে, ব্যারাকপুর ছোট কাঠালিয়ার ঘটনা

উত্তর ২৪ পরগনার হাবড়ার রাউতারা গ্রাম পঞ্চায়েতের ২২ নম্বর বুথে নির্দল প্রার্থীর সমর্থক ও তৃণমূলের মধ্যে মারপিট, জখম ৮

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বৃন্দাখালির খুটিবেরিয়ায় বুথ দখলের অভিযোগ

বুথে গিয়েও ভোট দিতে পারেননি অনেকে, ফিরতে হয়েছে ভোট না দিয়েই, নন্দীগ্রামের বুথের বাইরে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান ভোটাররা।

হুগলির খানাকুলের রাউতখানা পাত্রপাড়ায় বুথে ভোট সরঞ্জাম ভাঙচুর

নবদ্বীপের মহিসুরা পঞ্চায়েতের ২২০ নম্বর বুথের বিজেপি প্রার্থীর বাড়িতে তৃণমূলের তাণ্ডব। মাথা ফাটল প্রার্থী শিলাদেবীর স্বামীর। আহত একাধিক বিজেপি সমর্থক।

সুতির অজগরপাড়ার ৬৬-৬৭ নম্বর বুথে সিপিএম ও তৃণমূলের গণ্ডগোল।বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

কালিয়াগঞ্জে বিজেপির ডালিমগাঁ লোহাতারাপুর বুথে বিজেপির পার্টি অফিসে হামলার অভিযোগ ওঠে। ছোঁড়া হয় বোমা-গুলি। লোহার রড দিয়ে মেরে পা ভেঙে দেওয়া হয় বুথ সভাপতি দিলীপ রজকের। এই পুরো ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রায়পুরে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বারুইপুর বৃন্দাখালির খুটিবেরিয়া বুথ দখলের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।

পঞ্চায়েত ভোট আপডেট

ভাঙড়ের পোলেরহাট ২ পঞ্চায়েতের অনন্তপুরে বুথ দখল, ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ গাজিপুরে তৃণমূল কার্যালয়ে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ।
বনগাঁর ঘাটবাওর গ্রাম পঞ্চায়েত পাইকপাড়া এলাকার দুটি বুথ থেকে ব্যালট পেপার লুঠের অভিযোগ তুলল বিরোধীরা।
বোমাবাজি করে মালদহের রতুয়ার বাহারালের ৬৬,৬৭ নম্বর বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরেদ্ধে। প্রতিবাদে বাহারাল মোড়ে পথ অবরোধ করে বিজেপি, কংগ্রেস-সহ বিরোধীরা।
বসিরহাটে কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।
বাদুড়িয়া হাসনাবাদে বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

ভোটারদের লম্বা লাইন।

ভোট শুরুর আগেই জলপাইগুড়ির ধূপগুড়ির মাগুরমারিতে ছাপ্পা শুরু হয়েছে বলে অভিযোগ।
ময়নাগুড়ির মাধবডাঙায় বিরোধী প্রার্থী এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ।
এলাহাবাদের নূরপুর বুথে বিজেপি পোলিং এজেন্ট দিতে গিয়েছিল। অভিযোগ, তাদের মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূল।
দিনহাটার গীতালদহে গুলিবিদ্ধ ১। একাধিক বুথ দখলের অভিযোগ।
চালুনে বোমাবাজি চলছে, সকাল থেকে। অভিযোগ সিপিএমের।
সুতির গোঠার ৪০ নম্বর বুথে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের গণ্ডগোল বোমাবাজি।এখন ভোট বন্ধ।

ময়ূরেশ্বরে ১ নম্বর ব্লকের মুরুলীডাঙাল গ্রামে জল, বাতাসা দেওয়া হচ্ছে ভোটারদের। নিজস্ব চিত্র।

বাগদায় জখম তৃণমূলের ব্লক যুব সভাপতি হিবজুর রহমান মণ্ডল।
দক্ষিণ গাজিপুরের একটি বুথ জমি কমিটি বুথ দখল করতে গেলে বাধা দেয় তৃণমূল।অস্ত্রসহ ধরা পড়ে জমি কমিটি। জখম এক।
ময়ূরেশ্বরে ১৫৬/ ১৫৭ নং বুথে বি, জে, পি এজেন্ট কে বের করে দেওয়া হল।
মগরায় দেদার ছাপ্পা ভোটের অভিযোগ।

আরও পড়ুন: পঞ্চায়েতের অবশিষ্ট প্রতিযোগিতায় কোন দল কোথায় দাঁড়িয়ে

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ইতিহাস গড়ে পৌনে ২ কোটি ভোটারকে বঞ্চিত

গোয়ালতোড়ের ২ বুথে বিজেপির ২ এজেন্ট কে ভোট শুরুর আগেই মেরে বের করে দেওয়ার অভিযোগ।
তমলুকের ধলহরা পশ্চিম বুথে নির্দল প্রার্থীর সমর্থক এক মহিলা-সহ তিন জনকে মারধর। আহতরা তমলুক জেলা হাসপাতালে ভর্তি।
হাফিজুর রহমান মোল্লার হত্যায় অভিযুক্ত খুদে ও হাকিমুল ইসলামের নেতৃত্বে গাজীপুরে সশস্ত্র তান্ডব চালাচ্ছে তৃণমূল বাহিনী। জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পঞ্চায়েত সমিতির প্রার্থীকে অপহরণ করা হয়েছে। তৃণমূল বাহিনী ৮৯, ৯০, ১০০ ও ১০২ নম্বর বুথ দখল করে ব্যাপক বোমাবাজি করে বলে ।

শক্তিপুরে উৎসবের মেজাজে ভোট হচ্ছে। প্রথম ঘণ্টায় পোলিং ৫%।
জামবনি ব্লকের পঞ্চায়েত সমিতির ৮ নম্বর আসনের বিজেপি প্রার্থী গোপাল মালাকার কে বুথে ভোট দিতে ঢুকতে না দেওয়ার অভিযোগ। তাঁর বুথ এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার তৃণমূলের বিরুদ্ধে।

পান্ডুয়ায় তৃনমুলের লোকজনেরা সিপিএমের এজেন্ট কে মার।
নামখানা ব্লকের বুধাখালি জিপি-র ২১৩ নং বুথের সিপিআই(এম) কর্মী দেবু দাস ও তাঁর স্ত্রী ঊষা দাস-কে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।


ভরতপুরে বিভিন্ন বুথে অশান্তি।
পদমতিতে একটা বুথ দখল করে শাসক দল।

কোন জেলায় কতগুলি গ্রামসভায় লড়ছে কোন দল? দেখে নিন বিশদে:

কোন জেলায় কতগুলি পঞ্চায়েত সমিতিতে লড়ছে কোন দল? দেখে নিন বিশদে:

কোন জেলায় কতগুলি জেলা পরিষদ আসনে লড়ছে কোন দল? দেখে নিন বিশদে:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement