রাজ্য বিধানসভায় বাজেট পেশ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। —ফাইল চিত্র।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাজেট বক্তৃতায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষণায় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতে এ বার বরাদ্দ করা হল ৪৪ হাজার কোটি টাকা। বড় বরাদ্দ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এ ছাড়া, স্বাস্থ্য, শিক্ষা, আবাস থেকে পথশ্রী— সব ক্ষেত্রেই বরাদ্দ বাড়ানো হল এ বারের বাজেটে। ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের জন্য বাজেটে কোনও বরাদ্দ বাড়েনি। তবে সবচেয়ে বেশি জল্পনা ছিল রাজ্য সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা নিয়ে, তা চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতা পাঠ করে বাজেট ঘোষণা শেষ করেছেন চন্দ্রিমা।
বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। কেন্দ্রীয় সরকারি ডিএ-র সঙ্গে রাজ্যের ফারাক তুলে ধরে বিধানসভায় সরকার বিরোধী স্লোগান দেওয়া হয়। চাকরির দাবিতেও স্লোগান ওঠে। শেষে ওয়াক আউট করেন তাঁরা। এই আচরণের সমালোচনা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
বাজেট ঘোষণায় চন্দ্রিমা জানান, ‘পথশ্রী’ প্রকল্পে রাস্তাঘাটের উন্নয়ন চালিয়ে যাবে রাজ্য। আগামী অর্থবছরে আরও ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল এই প্রকল্পে।
‘বাংলার বাড়ি’ প্রকল্পে আগামী অর্থবর্ষে আরও ১৬ লক্ষ বাড়ি তৈরি করা হবে। এর জন্য আরও ৯৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হল বাজেটে।
উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৬,৫৯৩.৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন চন্দ্রিমা। স্কুলশিক্ষা বিভাগে বরাদ্দ হয়েছে ৪১,১৫৩.৭৯ কোটি টাকা।
ঘাটাল মাস্টার প্ল্যানে এ বছর ৫০০ কোটি টাকা বরাদ্দ করল সরকার। ওই প্রকল্পের মোট খরচ হল ১৫০০ কোটি টাকা।
গঙ্গাসাগরে সেতু তৈরি করতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হল। বাজেটে ঘোষণা চন্দ্রিমার।
নদীকেন্দ্রিক এলাকায় ‘নদী বন্ধন’ নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হল রাজ্য বাজেটে। এই প্রকল্পে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নদীর ভাঙন রোধে পদক্ষেপ করা হবে এই প্রকল্পের মাধ্যমে।
বাজেটে আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করলেন চন্দ্রিমা। ৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে।
নারী ও শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধি করছে রাজ্য সরকার। বাজেটে সে কথা ঘোষণা করলেন চন্দ্রিমা।
মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল চার শতাংশ। বাজেট পেশের সময়ে ঘোষণা করলেন চন্দ্রিমা। ১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন ডিএ।
চন্দ্রিমার বাজেট পেশের শুরুতেই বিধানসভায় ‘চাকরি চাই’, ‘চাকরি চাই’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়কেরা। স্লোগান উঠছে আরজি কর নিয়েও।
বাজেট পাঠ করতে শুরু করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কথা উল্লেখ করে বক্তব্য শুরু করেন তিনি।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই রাজ্য সরকারি কর্মী থেকে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা— সকলের নজর থাকছে বাজেটের দিকে।