জল্পনা চলছিলই। পরিষদীয় সচিব নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। তৃণমূলের সাংসদ তথা সুপ্রিম কোর্টে রাজ্যের অন্যতম আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবার জানান, গরমের ছুটির পরে আদালত খুললে দ্রুত শুনানির জন্য আবেদন করা হবে।
নবান্নের খবর, সওয়ালের সময় রাজ্যের তরফে যুক্তি দেখানো হতে পারে, পশ্চিমবঙ্গে পরিষদীয় সচিবের পদটি প্রতিমন্ত্রীর সমতুল বলে বাতিল করা হয়েছে। অথচ কেন্দ্রের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানও মন্ত্রিসভার সদস্যের মর্যাদা পান। ওই পদ কি বাতিল হবে? বিধানসভার বিরোধী দলনেতা, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদও তো প্রতিমন্ত্রীর সমমর্যাদার। সেই সব পদও কি তা হলে বাতিল হবে?
রাজ্যের পরিষদীয় সচিব নিয়োগ আইন বাতিল করার আর্জি জানিয়ে দু’বছর আগে জনস্বার্থে একটি মামলা হয়েছিল। অভিযোগ, শাসক দলের কিছু বিধায়ককে সুযোগ পাইয়ে দিতেই কয়েকটি পরিষদীয় সচিব পদ সৃষ্টি হয়েছে। হাইকোর্ট শেষ পর্যন্ত ওই পদ গঠন সংক্রান্ত আইন বাতিল করে।