শিশুকে আছড়ে মারায় ধৃত প্রতিবেশী

বছর ছয়েকের এক শিশুকে আছড়ে মেরে ফেলার অভিযোগ উঠল পাড়ারই এক বাসিন্দার বিরুদ্ধে। দুর্গাপুরের ২১ নম্বর ওয়ার্ডের নেতাজি নগর কলোনির ডি ব্লক এলাকায় ঘটনাটি ঘটে। মৃত শিশুটির নাম করণ সাউ (৬)। অভিযুক্ত রাজা রুইদাসকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৪ ০১:২২
Share:

শোকার্ত পরিজনেরা। —নিজস্ব চিত্র।

বছর ছয়েকের এক শিশুকে আছড়ে মেরে ফেলার অভিযোগ উঠল পাড়ারই এক বাসিন্দার বিরুদ্ধে। দুর্গাপুরের ২১ নম্বর ওয়ার্ডের নেতাজি নগর কলোনির ডি ব্লক এলাকায় ঘটনাটি ঘটে। মৃত শিশুটির নাম করণ সাউ (৬)। অভিযুক্ত রাজা রুইদাসকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে খাওয়াদাওয়ার পরে বাড়ির বাইরে যায় করণ। তারপরেই একটা শব্দ পেয়ে পড়শি সীমা বন্দ্যোপাধ্যায় দেখেন, রাজা করণকে উল্টে ধরে রেখেছে। আর করণের মাথা থেকে রক্ত ঝরছে। তাঁর চিৎকারে অন্যেরা ছুটে আসেন। করণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।

করণের মা মায়াদেবী ঘটনার পর থেকে কথাই বলতে পারছেন না। বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। আর বাবা, পেশায় রাজমিস্ত্রী বিজয় সাউ হাসপাতাল থেকে ছেলের দেহ আনার পর থেকেই নিঃস্তব্ধ হয়ে বসে রয়েছেন। করণ ছাড়াও আরও দুটি ছেলেমেয়ে রয়েছে তাঁদের।

Advertisement

ঘটনার পরে ক্ষোভ ছড়ায় এলাকায়। পুলিশ ও স্থানীয় কাউন্সিলর চন্দন সাহাকে হাতের সামনে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাজা এর আগেও শিশুদের মারধর করেছে। একজনের গলা টিপে মারতেও গিয়েছিল। তবে রাজা মানসিক ভারসাম্যহীন সে কথা মানতে চাননি বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা অন্নপূর্ণা দত্ত, সুমিতা সরকার, গৌতম দাসরা জানান, রাজার মাথায় একটু গণ্ডগোল ছিল ঠিকই। কিন্তু সে বাইরের কল থেকে জল নিয়ে আসত। বাড়ির আরও অনেক কাজকর্ম করত। তাঁদের প্রশ্ন, যদি রাজা মানসিক ভারসাম্যহীন হয় তাহলে তার পরিবারের লোকজন চিকিৎসা করায়নি কেন? তবে ঘটনার পর থেকে রাজার পরিবারের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য এলাকায় পুলিশও মোতায়েন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement