পুরভোটে প্রতি বুথেই বিশেষ নজরের আশ্বাস

পুরভোটের দিন ঘোষণা হতেই ময়দানে নেমে পড়ল জেলা প্রশাসন। জেলার চারটি পুরসভায় আগামী ২৫ এপ্রিল নির্বাচন হওয়া কথা। তার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পুরভোট নিয়ে কিছু খুঁটিনাটি জানালেন জেলাশাসক। জেলাশাসক সৌমিত্র মোহন জানান, কাটোয়া, দাঁইহাট, কালনা ও মেমারি পুরসভায় ভোটের জন্য মনোনয়ন পত্র জমা নেওয়া হবে আগামী ১৮ মার্চ থেকে ২৫ মার্চ, সকাল ১১টা থেকে তিনটে পর্যন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২০ মার্চ ২০১৫ ০১:২৬
Share:

পুরভোটের দিন ঘোষণা হতেই ময়দানে নেমে পড়ল জেলা প্রশাসন। জেলার চারটি পুরসভায় আগামী ২৫ এপ্রিল নির্বাচন হওয়া কথা। তার আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পুরভোট নিয়ে কিছু খুঁটিনাটি জানালেন জেলাশাসক।

Advertisement

জেলাশাসক সৌমিত্র মোহন জানান, কাটোয়া, দাঁইহাট, কালনা ও মেমারি পুরসভায় ভোটের জন্য মনোনয়ন পত্র জমা নেওয়া হবে আগামী ১৮ মার্চ থেকে ২৫ মার্চ, সকাল ১১টা থেকে তিনটে পর্যন্ত। স্থানীয় মহকুমাশাসকের অফিসে এই মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। জমা পড়া মনোয়ন পত্রগুলি পরীক্ষা করা হবে ২৬ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের দিন ২৮ মার্চ বিকেল পর্যন্ত। গণনা হবে ২৮ এপ্রিল। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দাঁইহাট ও কাটোয়া পুরসভার গণনা ও ভোটের সাজসরঞ্জাম নেওয়া ও জমা দেওয়ার কেন্দ্র কাটোয়ার কাশীরামদাস ইন্সটিটিউশন। কালনার গণনা থেকে ডিসিআরসি হবে কালনা রাজ কলেজ, মেমারি পুরসভার ক্ষেত্রে ওই দুটি হল মেমারি ১ ব্লক অফিস। জানা গিয়েছে, এ বারের পুরভোটে কেন্দ্রীয় বাহিনী আসছে না। ফলে ভোট পরিচালনা করবে রাজ্য পুলিশ। জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “আমরা প্রতিটি বুথকেই গুরুত্ব দিচ্ছি। প্রতি বুথেই ভোটের দিন বিশেষ নজরদারি চালানো হবে।”

ওই চারটি পুরসভার মধ্যে কাটোয়া ছাড়া বাকি তিনটিই তৃণমূলের দখলে রয়েছে। কাটোয়া রয়েছে কংগ্রেসের দখলে। কাটোয়ায় ২০টি ওয়ার্ড, দাঁইহাটে ১৪টি ওয়ার্ড, কালনায় ১৮টি ও মেমারিতে ১৬টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১,৫৫,২৫৯ জন। মোট ১৮৫টি বুথে ভোট নেওয়া হবে বলেও জানা গিয়েছে। জেলা নির্বাচন আধিকারিক সৈকত গঙ্গোপাধ্যায় বলেন, “ওই চারটি পুরসভায় ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করা হচ্ছে। ভোটের খুঁটিনাটি দলগুলিকে জানিয়ে দেওয়া হচ্ছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement