তাঁর প্রাণনাশ ও ছেলেদের অপহরণের হুমকি দেওয়া হচ্ছে বলে বুধবার বিকেলে মাধবডিহি থানায় অভিযোগ করলেন রায়না ২ পঞ্চায়েত সমিতির সদস্যা রুনা লায়লা। তিনি অভিযোগ করেন, তাঁর গ্রাম আলমপুরেরই বাসিন্দা তিন জন তাঁকে পঞ্চায়েত সমিতির সভাপতি পদের দাবিদার থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিয়েছেন। ওই তিন জনই তাঁর স্বামী তথা রায়না ২ ব্লকের সভাপতি আব্দুল আলিমের খুনের ঘটনায় অভিযুক্ত বলে পুলিশকে জানিয়েছেন। রুনার অভিযোগ, ‘‘ওই অভিযুক্তেরা আমাকে প্রাণনাশের ও ছেলেদের অপহরণের হুমকি দিচ্ছে। আমার স্বামীর খুনে অভিযুক্তদের হুমকিতে আমি ভীত হয়ে পড়ছি এবং অসহায় বোধ করছি।’’
যদিও এই অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত কলিমুদ্দিল শেখ। তাঁর পাল্টা অভিযোগ, ‘‘ওঁদের হামলায় আমাদের লোকেরাই প্রহৃত হয়েছেন, মাথা ফেটে গিয়েছে। মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’’ বহিষ্কৃত তৃণমূল নেতা আনসার আলির মোবাইল ফোন বুধবারও বন্ধ ছিল।