ডোকরা কর্মশালা

দু’দিনের ডোকরা কর্মশালা হয়ে গেল বর্ধমানের বাবুরবাগে। শিল্পী ও ভাস্করেরা নিজেরাই এই কর্মশালার আয়োজন করেন। বৃহস্পতিবার কর্মশালায় যোগ দেওয়া আউশগ্রামের ডোকরা শিল্পী অশোক কর্মকার, হুগলির চন্দননগরের সমর ঘোষ, চুঁচুড়ার অলোক রায়, প্রদ্যুৎ পাল এবং বর্ধমানের প্রবীণ শিল্পী ক্ষীরোদবিহারি ঘোষেরা হাতে কলমে নিজেদের মধ্যে শিল্পচর্চার আদানপ্রদান করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ০২:০৮
Share:

দু’দিনের ডোকরা কর্মশালা হয়ে গেল বর্ধমানের বাবুরবাগে। শিল্পী ও ভাস্করেরা নিজেরাই এই কর্মশালার আয়োজন করেন। বৃহস্পতিবার কর্মশালায় যোগ দেওয়া আউশগ্রামের ডোকরা শিল্পী অশোক কর্মকার, হুগলির চন্দননগরের সমর ঘোষ, চুঁচুড়ার অলোক রায়, প্রদ্যুৎ পাল এবং বর্ধমানের প্রবীণ শিল্পী ক্ষীরোদবিহারি ঘোষেরা হাতে কলমে নিজেদের মধ্যে শিল্পচর্চার আদানপ্রদান করেন। কর্মশালার আহ্বায়ক প্রভাত মাঝি বলেন, শিল্পী, কলা কুশলীদের মধ্যে ডোকরা শিল্প নিয়ে আগ্রহ ও সচেতনতা বাড়াতেই এই কর্মশালা। কর্মশালায় তৈরি প্রত্যেক শিল্পীর ২টি করে শিল্পকর্ম বর্ধমানে ও কলকাতায় পরে প্রদর্শনী করে দেখানো হবে বলেও তাঁর দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement