পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে প্রমথনাথ মান্নাকে।—নিজস্ব চিত্র।
বাঁকুড়ার পুনরাবৃত্তি দুর্গাপুরেও। লগ্নি সংস্থা এমপিএসের কর্ণধার প্রমথনাথ মান্নাকে আদালতে তোলার সময়ে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা। কড়া পুলিশি পাহারা থাকায় তাঁর কাছে অবশ্য পৌঁছতে পারেননি কেউ। তবে কার্যত দৌড়ে কোর্ট লক-আপে ঢুকে পড়েন প্রমথনাথবাবু। দুর্গাপুরের দু’টি থানায় তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন আমানতকারীরা। তার একটিতেই সোমবার তাঁকে আদালতে তোলা হলে আট দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া থেকে এ দিন প্রমথনাথবাবুকে দুর্গাপুর আদালতে আনা হয়। সকাল পৌনে ১১টা নাগাদ কড়া পাহারায় তাঁকে নিয়ে গিয়ে রাখা হয় কোর্ট লক-আপে। সেখানে ঢোকার মুখে ক্ষুব্ধ আমানতকারীদের সামনে পড়েন তিনি। পুলিশ তাঁদের সরিয়ে দেয়। ‘আমাদের সর্বনাশ করেছেন’, ‘আমাদের টাকায় গাড়ি চড়েছেন’ বলে চিৎকার করতে থাকেন আমানতকারীরা। টাকা ফেরতেরও দাবিতেও স্লোগান দেওয়া হয়। দুপুর ২টো নাগাদ প্রমথনাথবাবুকে এজলাসে নিয়ে যাওয়ার সময়েও চিৎকার জুড়ে দেন আমানতকারীরা। বিকেল পৌনে ৪টে নাগাদ যখন এজলাস থেকে ফের কোর্ট লোক-আপে আনা হয়, আমানতকারীদের চিৎকার থেকে বাঁচতে পুলিশেরও আগে-আগে দৌড়ন প্রমথনাথবাবু। পরে তাঁকে নিউটাউনশিপ থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, প্রমথনাথবাবুকে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গল অম্বুজায় কার্যালয় খুলেছিল এমপিএস। কয়েক মাস আগে সেই অফিস ‘সিল’ করে দেয় পুলিশ। বাঁকুড়ার কোতুলপুরের সঞ্জয় মণ্ডল এবং জয়পুরের শ্যামসুন্দর অধিকারী প্রমথনাথবাবুর বিরুদ্ধে প্রথম অভিযোগ করেছিলেন। ২৬ সেপ্টেম্বর শ্যামল সেন কমিশনে গিয়ে গ্রেফতার হন তিনি। ৩ নভেম্বর প্রমথনাথবাবু, সংস্থার পাঁচ ডিরেক্টর এবং পরিচালনমণ্ডলীর ন’জন সদস্যের বিরুদ্ধে নিউটাউনশিপ থানায় প্রতারণার অভিযোগ করেন আমানতকারীরা। তাঁদের অভিযোগ, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মাসিক টাকা ফেরত বন্ধ হয়ে গিয়েছে গত বছর জুলাই থেকে। মেয়াদ শেষ হওয়া আমানতও ফেরত দেওয়া হচ্ছে না। বারবার আবেদন জানিয়েও ফল হয়নি। শনিবার রাতে আরও কিছু আমানতকারী প্রমথনাথবাবু ও দশ জন এজেন্টের বিরুদ্ধে দুর্গাপুর থানায় আর একটি প্রতারণার অভিযোগ করেন।
সংস্থার কয়েক জন ডিরেক্টর অবশ্য দাবি করেন, আমানতকারীরা যা ফেরত পাবেন, তার থেকে সংস্থার সম্পত্তির মূল্য অনেক বেশি। সেবি এবং রাজ্য সরকার সংস্থার সম্পত্তি ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। তা উঠলেই টাকা ফেরতের ব্যবস্থা হবে।