জ্বরে মৃত্যু যুবকের, সাফাই নিয়ে ক্ষোভ

অজানা জ্বরে আক্রান্ত হয়ে বুধবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হল বেনাচিতির অন্নপূর্ণা নগরের বাসিন্দা কৃষ্ণমুরারী ঠাকুর (২৩) নামে এক যুবকের। চিকিৎসকদের দাবি, শ্বাসকষ্ট-সহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:১৯
Share:

অজানা জ্বরে আক্রান্ত হয়ে বুধবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হল বেনাচিতির অন্নপূর্ণা নগরের বাসিন্দা কৃষ্ণমুরারী ঠাকুর (২৩) নামে এক যুবকের। চিকিৎসকদের দাবি, শ্বাসকষ্ট-সহ বিভিন্ন শারীরিক সমস্যার কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের। বাসিন্দাদের ক্ষোভ, চলতি বছরে অনেকেই আজানা জ্বরে আক্রান্ত হলেও সাফাই অভিযানে নজর নেই পুরসভার।

Advertisement

শহরবাসীর একাংশ জানান, জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা দুর্গাপুরে নতুন নয়। ২০১২ সালে অঙ্গদপুরে ১২ বছরের এক কিশোরী ও বিশ্বকর্মা নগরের এক চার বছরের বালিকার মৃত্যু ঘটে ডেঙ্গিতে। গত বছর শহরের মেনগেট এলাকার এক বালিকার ডেঙ্গিতে মৃত্যু হয়। গত কয়েক দিনে জ্বর নিয়ে শহরের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে অনেকের প্রাথমিক লক্ষণ থাকলেও চূড়ান্ত পরীক্ষায় ডেঙ্গি মেলেনি বলে প্রশাসন সূত্রের খবর। গত বছর ডিসেম্বরেই দুর্গাপুরের বাসিন্দা আরজি কর মেডিক্যাল কলেজের এক ছাত্রীর মৃত্যু হয় ডেঙ্গিতে। এমনকী কৃষ্ণমুরারী যে এলাকার বাসিন্দা, সেই অন্নপূর্ণা নগর এলাকারও বেশ কয়েক জন বাসিন্দাও দিন কয়েক আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন।

শহরের বাসিন্দাদের ক্ষোভ, জ্বরে আক্রান্তদের সংখ্যা বাড়লেও বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকায় শহরের আনাচে কানাচে আবর্জনা জমে রয়েছে। বাড়ছে মশা ও মাছির উপদ্রব। মশা নিধনে নিয়মিত কোনও কর্মসূচি নেওযা হচ্ছে না। যদিও পুরসভার দাবি, শহর জুড়ে মশানাশক স্প্রে করা হচ্ছে। আগাছা ও জঞ্জাল সাফাই, জমা জল সরিয়ে ফেলার কাজও চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement