কারখানায় মৃত্যু কর্মীর

কারখানার ভিতরে তড়িদাহত হয়ে মারা গেলেন এক কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার বাঁশকোপার একটি বেসরকারি ইস্পাত কারখানায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পিন্টু কুমার রায় (৪০)। তিনি ওই কারখানার ৪ নম্বর ইউনিটের কর্মী ছিলেন। মৃতের বাড়ি বিহারে।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০১:১৬
Share:

কারখানার ভিতরে তড়িদাহত হয়ে মারা গেলেন এক কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার বাঁশকোপার একটি বেসরকারি ইস্পাত কারখানায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পিন্টু কুমার রায় (৪০)। তিনি ওই কারখানার ৪ নম্বর ইউনিটের কর্মী ছিলেন। মৃতের বাড়ি বিহারে। কর্মসূত্রে তিনি দুর্গাপুরের রায়ডাঙ্গায় বাড়ি ভাড়া করে থাকতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানার ভিতরে পাখা সারানোর কাজ করতে গিয়ে তিনি তড়িদাহত হন। সহকর্মীরা তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আইএনটিটিইউসির জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়ের দাবি, কারখানা কর্তৃপক্ষ মৃতের পরিবারকে ৫ লক্ষ ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement