Sexual Assault

মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে শ্লীলতাহানি মহিলার! গ্রেফতার এক বৃদ্ধ

পুলিস জানিয়েছে, নান্দুর গ্রামেই ওই মহিলার বাড়ি। গত ১৭ এপ্রিল দুপুরে তিনি মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। সেই সময় মহিলাকে বৃদ্ধ উত্যক্ত করেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:২০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। ধৃত বর্ধমান থানার নান্দুরের বাসিন্দা। সোমবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিস জানিয়েছে, নান্দুর গ্রামেই ওই মহিলার বাড়ি। গত ১৭ এপ্রিল দুপুরে তিনি মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। সেই সময় মহিলাকে বৃদ্ধ উত্যক্ত করেন বলে অভিযোগ। সেদিন কোনও মতে পালিয়ে বাঁচেন ওই মহিলা। অভিযোগ, পরের দিনও আবার মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার সময়ে মহিলার পথ আটকান ওই বৃদ্ধ। তাঁকে উত্যক্ত করেন। মহিলা প্রতিবাদ করলে বিবস্ত্র করে তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কোনও রকমে সেখান থেকে পালিয়ে যান নির্যাতিতা।

এর পরেই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতকে মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। তাঁকে জামিন দেন বিচারক। শর্ত দেন, সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। অভিযোগকারিণীকে ভয় দেখানো যাবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement