নির্মীয়মাণ কারখানায় বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হল দুই ঠিকাকর্মীর। সোমবার দুপুর আড়াইটে নাগাদ জামুড়িয়ার ধসলে এই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন আরও দু’জন কর্মী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসলে একটি বেসরকারি কারখানা তৈরি হচ্ছে। এ দিন বিদ্যুৎ বণ্টন সংস্থার উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইন থেকে ওই কারখানার জন্য বিদ্যুতের লাইন টানা হচ্ছিল। তখনই দুর্ঘটনায় মৃত্যু হয় ঝন্টু বাগদি (৩৫) ও রবিলাল বাগদির (৩২)। দু’জনেই পাণ্ডবেশ্বরের নানা এলাকার বাসিন্দা।
ঝন্টুবাবুর আত্মীয় সজল বাগদি জানান, তাঁরা দশ জন কর্মী সেখানে কাজ করছিলেন। একটি খুঁটি পোঁতা নিয়ে এলাকার এক জমিমালিক আপত্তি জানান। তিনি দাবি করেন, তাঁকে না জানিয়ে তাঁর জমিতে খুঁটি পোঁতা হয়েছে। তখন কর্মীরা কারখানার মালিককে ফোন করে বিষয়টি জানালে তিনি খুঁটি তুলে নিতে বলেন। পোঁতা খুঁটি তোলার কাজ করার সময়েই কোনও ভাবে চার জন বিদ্যুৎস্পৃষ্ট হল বলে সজলবাবু জানান।
আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রানিগঞ্জের একটি নার্সিংহোমে নিয়ে গেলে দু’জনকে মৃত ঘোষণা করা হয়। বাকি দু’জন সেখানে ভর্তি রয়েছেন। পুলিশ জানায়, দেহ ময়না-তদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে।