বাজ পড়ে মৃত

দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্য হয়েছে দু’জনের। মৃতদের নাম নারায়ণ ঘোষ (৫০) ও শম্ভু ঘোষ (৫০)। প্রথম জনের বাড়ি গলসিতে। আর দ্বিতীয় জন বর্ধমানের গোপালপুরের বাসিন্দা। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা নাগাদ বাড়ির পাশে মাঠে চরতে থাকা গবাদি পশুদের ঘরে আনতে গিয়েছিলেন নারায়ণবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০০:২৫
Share:

দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্য হয়েছে দু’জনের। মৃতদের নাম নারায়ণ ঘোষ (৫০) ও শম্ভু ঘোষ (৫০)। প্রথম জনের বাড়ি গলসিতে। আর দ্বিতীয় জন বর্ধমানের গোপালপুরের বাসিন্দা। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা নাগাদ বাড়ির পাশে মাঠে চরতে থাকা গবাদি পশুদের ঘরে আনতে গিয়েছিলেন নারায়ণবাবু। তখনই বাজ পড়ে মারা যান তিনি। পরে বর্ধমান মেডিক্যালে আনা হলে চিকিৎসকেরা জানান, তাঁর মৃত্য হয়েছে। শম্ভুবাবুও রবিবার সন্ধ্যার ঝড়-বৃষ্টির পরে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজখবর শুরু করেন। পরে স্থানীয় একটি মাঠের ধারে তাঁর দেহ মেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement