আসানসোলে লরির চাকায় পিষ্ট ২, বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল রাস্তার পাশে শুয়ে থাকা দুই ব্যক্তির। সোমবার ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে ২ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়া-বোগরাচটি মোড়ের কাছে। এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ১১:৩৬
Share:

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল রাস্তার পাশে শুয়ে থাকা দুই ব্যক্তির। সোমবার ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে ২ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়া-বোগরাচটি মোড়ের কাছে। এই ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন ভোরে বাস ধরার জন্য বোগরাচটি মোড়ে এসেছিলেন অজয় সরকার (৩৬) ও তপন বাউড়ি (৪৫)। ওই মোড়ে তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। তার পাশেই একটি চাতালে ওই দু’জনে শুয়ে পড়েন। সে সময় একটি সিমেন্টবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দু’জনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অজয় সরকারের। পরে পুলিশ তপন বাউড়িকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরই উত্তেজিত জনতা বিক্ষোভ দেখান। জাতীয় সড়ক অবরোধ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement