Train

রবিতেও বর্ধমান-হাওড়া লাইনে ব্যাহত ট্রেন চলাচল, গরুর সঙ্গে সংঘর্ষে বাধে বিপত্তি

র্ধমান হাওড়া ডাউন কর্ড লাইন লোকালের সামনে গরু চলে আসায় ট্রেনের ইঞ্জিনের কাউকেচার চরম ক্ষতিগ্রস্ত হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৫ জুন ২০২৩ ১৯:৪০
Share:

প্রতীকী ছবি।

শনির পর রবিবারও বর্ধমান-হাওড়া লাইনে ব্যাহত ট্রেন চলাচল। বর্ধমান হাওড়া ডাউন কর্ড লাইন লোকালের সামনে গরু চলে আসায় ট্রেনের ইঞ্জিনের কাউকেচার চরম ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় ডাউন কর্ড লাইন লোকাল ট্রেনটি শক্তিগড় স্টেশনে গিয়ে থেমে যায়। যার জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘কর্ড শাখার ডাউন লোকাল ট্রেনটি বর্ধমান স্টেশন থেকে ছেড়ে গাংপুর স্টেশনে ঢোকার আগে বাঁকা ব্রিজের কাছে গরু চলে আসে ইঞ্জিনের সামনে। ক্ষতিগ্রস্ত হয় কাউকেচার। ৩৫ মিনিট পর ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা দেয়।’’

Advertisement

ট্রেন যাত্রী ঋতব্রত ভট্টাচার্য বলেন, ‘‘দুপুর ৩.২৫ মিনিটের ট্রেনটি বর্ধমান থেকে ছাড়ে ৩.৪০ মিনিট নাগাদ। তার পর বাঁকা ব্রিজের কাছে ট্রেনটি থেমে যায়। বহু ক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে থাকার পর ধীর গতিতে প্রথমে গাংপুর ও পরে শক্তিগড় স্টেশন ঢোকে ৫টা নাগাদ। ওখানেই ট্রেনটি থেমে যায়। আমরা পরের ট্রেন ধরে গন্তব্যে পৌঁছই।’’

শনিবারও বিকেলে ডাউন মেইন লাইন লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায় গাংপুর ও শক্তিগড় স্টেশনের মাঝে। ফলে ডাউন ও আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। বিভিন্ন স্টেশনে মেল ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন থেমে যায়। বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন চলাচল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement