দিন কুড়ি আগে মারধরে আহত অঞ্চল সভাপতিকে দেখতে এসে মারধরে আহত হলেন জনা নয় তৃণমূল কর্মী। সোমবার সকালে চাকদা বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, ৪-৫টি মোটরবাইকে চেপে এ দিন শিউড় গ্রামে মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চল সভাপতি অসীম দাসকে দেখতে যাচ্ছিলেন ওই দলীয় কর্মীরা। অভিযোগ, পথেই প্রায় শ’খানেক দুষ্কৃতী তাদের পথ আটকে লাঠি নিয়ে মারধর শুরু করে। জখম ন’জনকে প্রথমে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে তাঁদের তিন জন বাণীব্রত মুখোপাধ্যায়, প্রদীপ মাঝি, ইয়াদ আলি শেখ ও আনোয়ার শেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
গত ১৪ই অগস্ট মঙ্গলকোট থানার দিকে যাওয়ার সময় রড, লাঠি দিয়ে দুষ্কৃতীরা অসীমবাবুকে মারধর করে বলে অভিযোগ। মারধর করা হয় তাঁর সঙ্গে থাকা ছয় তৃণমূল কর্মীকেও। হাসপাতাল থেকে গত রবিবার বাড়ি ফেরেন তিনি। ওই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখেছিলেন দলেরই একাংশ। এ দিন যদিও কোনও নেতা তা নিয়ে মুখ খোলেননি। জেলা পরিষদের কর্মাধক্ষ্য বিকাশ রঞ্জন চৌধুরী জানান, ‘‘ঘটনাটা শুনেছি। তবে কারা এর সাথে জড়িত তা জানি না।’’ এ দিন বিকেল পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানান এসডিপিও শচিন মাঁকড়।