দুর্ঘটনায় জখম বিধায়ক

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিধায়কের বাঁ হাতের কব্জির হাড় ভেঙে যাওয়াই তা প্লাস্টার করা হয়েছে। আঘাত রয়েছে মুখে, ঠোঁটে, পায়ে এবং বুকে। জয়ন্তবাবুর আঘাত রয়েছে চোখের উপরে, গালে, মুখে এবং মাথায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ০০:৪৫
Share:

হাসপাতালে বিধায়ক। নিজস্ব চিত্র

রাতে দলীয় কাজকর্ম সেরে মোটরবাইকে ফেরার পথে গুরুতর জখম হয়েছেন কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা জয়ন্ত দাঁ। দু’জনকেই কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় ব্যবসায়ী জয়ন্তবাবুর মোটরবাইকে কালনা ২ ব্লকে কিছু দলীয় কাজকর্ম সারতে গিয়েছিলেন বিশ্বজিৎবাবু। কাজ সেরে ফেরার পথে একটি আশ্রমে যান তাঁরা। সেখান থেকে বেরোতে রাত সাড়ে দশটা হয়ে যায়। তৃণমূল সূত্রের খবর, পথে মোটরবাইকের তেল কমে আসায় দ্রুত কালনা ফেরার চেষ্টা করছিলেন তাঁরা। রাতে কোনও পেট্রোল পাম্পও খোলা ছিল না। কালনা-বৈচি রোডের উপর ওমরপুর সেতুর কাছে আচমকা তাঁদের মোটরবাইকের সামনে একটি মোটরভ্যান এসে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জয়ন্তবাবু। দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। কিছুক্ষণের মধ্যে একটু ধাতস্থ হয়ে আশপাশের বাসিন্দাদের খোঁজ শুরু করেন বিশ্বজিৎবাবু। তিনিই বলেন, ‘‘কদম্বা গ্রামের এক বাসিন্দার সঙ্গে দেখা হয়। তিনি কাছাকাছি কাল থেকে গামছা ভিজিয়ে এনে দিলে চোখে-মুখে দিয়ে সুস্থ হই। পরে ফোনে বাড়িতে খবর দিই।’’ রাতেই দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিধায়কের বাঁ হাতের কব্জির হাড় ভেঙে যাওয়াই তা প্লাস্টার করা হয়েছে। আঘাত রয়েছে মুখে, ঠোঁটে, পায়ে এবং বুকে। জয়ন্তবাবুর আঘাত রয়েছে চোখের উপরে, গালে, মুখে এবং মাথায়। তবে আপাতত দু’জনেই ভাল রয়েছেন। সোমবার বিধায়ককে দেখতে হাসপাতালে যান মহকুমাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। বিধায়কের দাদা অভিজিৎ কুণ্ডুর দাবি, ‘‘দু’জনের মাথাতে হেলমেট ছিল। তাই মাথায় চোট লাগেনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement