Galsi

টাকা নিয়ে বসে নেতার ছেলে, ছবি ঘিরে বিতর্ক

সোমবার ‘গলসি ১ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতির ছেলে’ শিরোনামে টাকা-সহ তাঁর ছবিটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কয়েক লক্ষ টাকা রয়েছে ওই বান্ডিলগুলি মিলিয়ে, দাবি বিরোধীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গলসি শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ০৯:১৯
Share:

ছড়িয়েছে এই ছবি। নিজস্ব চিত্র

টাকার বান্ডিল হাতে বসে রয়েছেন এক তরুণ। তাঁর কোলেও রাখা বেশ কয়েকটি বান্ডিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন একটি ছবি (আনন্দবাজার সেটির সত্যতা যাচাই করেনি) ঘিরে বিতর্ক তৈরি হয়েছে গলসিতে। ওই তরুণ গলসি ১ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতির ছেলে বলে দাবি করে অনেকে ওই টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। তৃণমূলের একাংশের দাবি, এমন ছবি দলের ভাবমূর্তি খারাপ করছে। যদিও জাকির হোসেন নামে ওই নেতার দাবি, তাঁর ছেলে মাটি কাটার যন্ত্র কিনেছেন। ওই টাকা সেটির ঋণের কিস্তি। তা গোনার সময়ে কেউ ছবি তুলে ছড়িয়ে দিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দলের জেলা সহ-সভাপতি পদে রয়েছেন জাকির। তাঁর ছেলে জামিল আখতার উচ্চগ্রাম পঞ্চায়েতের বাংলা সহায়তা কেন্দ্রে নিযুক্ত। তাঁর মাটি কাটার যন্ত্রও রয়েছে। সোমবার ‘গলসি ১ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতির ছেলে’ শিরোনামে টাকা-সহ তাঁর ছবিটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কয়েক লক্ষ টাকা রয়েছে ওই বান্ডিলগুলি মিলিয়ে, দাবি বিরোধীদের। বিজেপির অভিযোগ, ওই টাকা আসলে তোলাবাজির এবং অবৈধ বালি খাদানের টাকা। দলের জেলা সহ-সভাপতি রমেন শর্মার কথায়, “ওই টাকা তোলাবাজির। ছবিতে যে টাকা দেখা যাচ্ছে, তার থেকেও কয়েক গুণ টাকা রয়েছে তৃণমূল নেতার কাছে। অবৈধ বালি খাদান চালাচ্ছেন অনেক নেতাই। তদন্ত হলেই সে সব প্রকাশ্যে আসবে।” গলসি ১ ব্লক কংগ্রেস সভাপতি শেখ নবিরুল হকের বক্তব্য, “আমরা চাই ছবিটি নিয়ে তদন্ত হোক।”

জাকিরের যদিও দাবি, “ছেলে মাটি কাটা যন্ত্রের ঋণের কিস্তি শোধ করতে টাকা গুণছিল। সেই ছবি কেউ তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে।” দলের কাছে তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই চক্রান্ত করে এমন ছবি প্রচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। গলসি ১ ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় বলেন, “দল সব দেখছে। তেমন হলে উচ্চ নেতৃত্ব ব্যবস্থা নেবেন।’’ বিধায়ক (গলসি) নেপাল ঘোরুই বলেন, ‘‘বিষয়টি জানা নেই। খোঁজনিয়ে দেখছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement