কারখানায় বয়লার ফেটে জখম তিন

একটি বেসরকারি ইস্পাত কারখানার বয়লার ফেটে জখম হলেন তিন কর্মী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাঁকসার বাঁশকোপা শিল্পতালুকের একটি কারখানার ৪ নম্বর ইউনিটে। আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন কারখানা কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁকসা শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০১:৪৩
Share:

আগুন নেভার পরে। কাঁকসার বাঁশকোপা শিল্পতালুকে একটি বেসরকারি কারখানা তোলা নিজস্ব চিত্র।

একটি বেসরকারি ইস্পাত কারখানার বয়লার ফেটে জখম হলেন তিন কর্মী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাঁকসার বাঁশকোপা শিল্পতালুকের একটি কারখানার ৪ নম্বর ইউনিটে। আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন কারখানা কর্তৃপক্ষ।
কারখানা সূত্রে জানা গিয়েছে, এ দিন ওই ইউনিটের ৫ নম্বর বয়লারের কাজ চলছিল। শ্রমিকদের একাংশ জানান, ওই বয়লারে তাপমাত্রা থাকার কথা ১৭৫০ ডিগ্রি সেন্টিগ্রেড। তা হঠাৎই বেড়ে গিয়ে সেটি ফেটে যায়। তখন সেখানে অমদ কুমার, জয়ন্ত মন্ত্রী ও মুরালী মিশ্র নামে তিন কর্মী কাজ করছিলেন। তাঁরা দগ্ধ হন। ঘটনার পরে কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, রবিবার এই একই ইউনিটে তড়িদাহত হয়ে এক জনের মৃত্যু হয়। কারখানার ঢিলেঢালা নিরাপত্তার জন্যই এমন ঘটছে। কার গাফিলতিতে এমন ঘটনা বারবার ঘটছে তা তদন্তের দাবি ওঠে। ওই ইউনিটের জেনারেল ম্যানেজার মহম্মদ ইউসুফ জানান, কী ভাবে এমন ঘটেছে তা দেখা হচ্ছে। আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement