গলসিতে মিছিল। —নিজস্ব চিত্র।
হেলমেট মাথায় না দিয়ে মোটরবাইক চ়়ড়ে দ্রুত গতিতে বাজার করতে যাচ্ছিলেন এক যুবক। পথ আটকালেন ছাত্রীরা। বোঝালেন হেলমেট মাথায় না দেওয়ার বিপদ। পথচলতি মানুষকে আবার বোঝানো হচ্ছে, বাড়ির মেয়ের বয়স আঠারো না হলে বিয়ে দেবেন না। মঙ্গলবার সকালে এ ভাবেই গলসির নানা এলাকায় সচেতনতা প্রচার চালালেন ছাত্রীরা। সঙ্গে ছিলেন গলসি থানার পুলিশকর্মী ও শিক্ষকেরাও।
এ দিন সকালে গলসি বাজার, খেতুড়া, বাবলা, বুঁইচা প্রভৃতি এলাকায় র্যালি বের করে সাঁকো চন্দ্রশেখর উচ্চ বিদ্যালয়, গলসি উচ্চ বিদ্যালয়, কুলগড়িয়া হাই মাদ্রাসার ছাত্রীরা। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, পোস্টার। তাতে লেখা, ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না’, ‘আমরা এখন বিশ্বসেরা/ সুস্থ জীবন নিয়ে বাড়ি ফেরা’ ইত্যাদি স্লোগান। র্যালিতে পা মেলান সিভিক ভলান্টিয়ার, পুলিশকর্মী এবং তৃণমূলের স্থানীয় নেতারাও।
পথচলতি মানুষকে এ দিন নাজমা খাতুন, নিলুফা খাতুনের মতো ছাত্রীরা বলে, ‘নাবালিকা বিয়ে আইনত অপরাধ।’ বিষয়টি নিয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান সাঁকো চন্দ্রশেখর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী। একই কথা বলেন মাদ্রাসার প্রধান শিক্ষিকা খন্দেকার কিসমাতারা।
পুলিশ জানায়, এ দিন ট্র্যাফিক আইন ভাঙায় জরিমানা করা হয়েছে কয়েক জন মোটরবাইক ও গাড়ির চালককে। ছাত্রীদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও জানান উপস্থিত বক্তারা।