এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ ছড়াল রানিগঞ্জের হরশঙ্কর ভট্টাচার্য ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড মাইনিং কলেজে। মৃতের নাম রাজু মাণ্ডি(২০)। কলেজের কাছেই একটি মেসে থাকতেন তিনি। সহপাঠীরা জানান, ১৮ মার্চ সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন রাজু। তাঁর বন্ধুরা রানিগঞ্জ মাড়োয়ারি হাসাপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের তরফে তাঁকে অন্য কোথাও ভর্তি করাতে বলা হয়। তখন রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। রবিবার দুপুর সেখানেই মৃত্যু রাজুর। খবর পেয়ে হাসাপাতালের সামনে জড়ো হয় কলেজের ছাত্ররা। সেখানেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ছাত্রদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ ভাল হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেনি। উপযুক্ত চিকিৎসা না পেয়েই মৃত্যু হল রাজুর। এ প্রসঙ্গে সংস্থার তরফে নাজির আবুল কালাম বলেন, ওই পড়ুয়া সহপাঠীদের সঙ্গে একটি মেসে থাকতেন। ১৮ তারিখ সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পড়ুয়াদের সঙ্গে দু’জন শিক্ষককেও পাঠানো হয়েছিল। তাঁরাই রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। ১৮ মার্চ রাজুর অসুস্থতার কথা তাঁর পরিবারকেও জানানো হয়েছিল বলে জানান তিনি। পড়ুয়াদের দাবি, সদুত্তর না পেলে তাঁদের আন্দোলন চলবে।