Police Transfer

লোকসভা ভোটের আগে পশ্চিমাঞ্চলের জেলায় পুলিশে ঢেলে রদবদল, ৩৩৩ এসআই বদলি

নির্বাচন কমিশনের সুপারিশে সোমবারই আইপিএস এবং ডব্লিউবিপিএস স্তরে ১১৬ জন আধিকারিককে বদলির নির্দেশিকা জারি হয়েছিল। এ বার ৩৩৩ জন সাব ইনস্পেক্টর (এসআই) বদলির নির্দেশিকা জারি হল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ১৭:১৪
Share:

— প্রতীকী ছবি।

আইপিএস এবং ডব্লিউবিপিএস স্তরের পর এ বার সাব ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকদের বদলির নির্দেশিকা জারি হল। গত সোমবার রাজ্যের শতাধিক পুলিশ আধিকারিকের বদলির নির্দেশিকা জারি হয়েছিল। বুধবার ৩৩৩ জন সাব ইনস্পেক্টরকে বদলি করা হল অন্যত্র।

Advertisement

লোকসভা ভোট আসছে। তার আগে নির্বাচন কমিশনের সুপারিশে সোমবারই আইপিএস এবং ডব্লিউবিপিএস স্তরে ১১৬ জন আধিকারিককে বদলি করার নির্দেশিকা জারি করেছিল নবান্ন। এ বার ৩৩৩ জন সাব ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিককেও বদলির নির্দেশিকা জারি হল। এই নির্দেশিকা শুধুমাত্র পশ্চিমাঞ্চলের জেলাগুলির ক্ষেত্রে। বাকি রাজ্যের ক্ষেত্রেও এমনই নির্দেশিকা জারি হতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

প্রতি বার ভোটের আগেই পুলিশমহলে রদবদল হয়। সে ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট নীতিও রয়েছে। যেমন, কোনও জায়গায় একটি নির্দিষ্ট সময়ের বেশি কর্মরত থাকলে তাঁকে ভোটের আগে সাধারণত অন্যত্র বদলি করা হয়। বিগত কয়েক দিন ধরে পুলিশের বিভিন্ন স্তরে যে ব্যাপক রদবদল চলছে, তা এই কারণেই বলে মনে করা হচ্ছে।

Advertisement

পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে আসানসোল দুর্গাপুর লোকসভা, চন্দননগর লোকসভা, বীরভূম, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় পুলিশের সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের বদলি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement