ব্যাঙ্ক থেকে চুরি কয়েক লক্ষ টাকা

ব্যাঙ্কের ক্যাশ কাউন্টার থেকে প্রায় চার লক্ষ টাকা কেপমারির অভিযোগ উঠল আসানসোলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ আসানসোলের রাহা লেনে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় এই ঘটনা ঘটে। ব্যাঙ্ক সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে, এক ব্যক্তি ক্যাশ কাউন্টারের দেরাজ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছেন। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘ব্যাঙ্কের তরফে অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত করবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০১:২২
Share:

ব্যাঙ্কের ক্যাশ কাউন্টার থেকে প্রায় চার লক্ষ টাকা কেপমারির অভিযোগ উঠল আসানসোলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ আসানসোলের রাহা লেনে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় এই ঘটনা ঘটে। ব্যাঙ্ক সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে, এক ব্যক্তি ক্যাশ কাউন্টারের দেরাজ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছেন। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘ব্যাঙ্কের তরফে অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত করবে।’’

Advertisement

ব্যাঙ্কের আধিকারিক রামসদন নাগ জানান, এ দিন ওই সময়ে ব্যাঙ্কে বেশ ভিড় ছিল। নিরাপত্তাকর্মীরা তা সামলাতে ব্যস্ত ছিলেন। তারই মধ্যে এই ঘটনা ঘটে যায়। সেই সময়ে ব্যাঙ্কে উপস্থিত কয়েক জন গ্রাহক জানান, তখন নিরাপত্তারক্ষীর সঙ্গে কোনও কারণে দু’জন আগন্তুকের কথা কাটাকাটি হচ্ছিল। সেই অবকাশে এক ব্যক্তিকে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যেতে দেখেন অনেকে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, লুঙ্গি পরা এক ব্যক্তি ২ নম্বর কাউন্টারের দেরাজ খুলে টাকা নিয়ে চলে যাচ্ছে। তখন সেই কাউন্টার ফাঁকা পড়েছিল। ব্যাঙ্কের ভারপ্রাপ্ত আধিকারিক দিলীপকুমার মুদি বলেন, ‘‘বিষয়টি আমাদের নজরে আসার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিভাগীয় তদন্ত হবে।’’

তবে এই ঘটনায় ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ভিড়ে ঠাসা ব্যাঙ্কে কী ভাবে এক জন অনায়াসে কাউন্টারে ঢুকে পড়লেন, সংশ্লিষ্ট কর্মী তখন কাউন্টার ফাঁকা রেখে কোথায় গিয়েছিলেন, সে সব প্রশ্নও উঠেছে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ওই ব্যাঙ্কে যায়। তবে কোনও গাফিলতির কথা মানতে চাননি আধিকারিক দিলীপবাবু। তাঁর দাবি, এটি নেহাতই একটি দুর্ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement