Memari

Memari: রেশন সামগ্রী পাচারের অভিযোগে মেমারিতে গ্রেফতার রেশন ডিলার

রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ পেয়ে রবিবার ঘটনার তদন্তে যান মেমারি ২ নম্বর ব্লকের ফুড ইন্সপেক্টর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেমারি শেষ আপডেট: ২০ মে ২০২১ ১৭:২৯
Share:

নিজস্ব চিত্র।

রেশন সামগ্রী পাচার এবং বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রেশন ডিলার জয়দেব মুখোপাধ্যায়কে। পূর্ব বর্ধমানের মেমারি ২ নম্বর ব্লকের ঘটনা। ফুড ইন্সপেক্টর সুশান্ত সরকারের অভিযোগের ভিত্তিতে বুধবার মেমারি থানার পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করে জয়দেবকে। বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে বর্ধমান আদালতে তোলা হয়।

Advertisement

রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ পেয়ে রবিবার ঘটনার তদন্তে যান মেমারি ২ নম্বর ব্লকের ফুড ইন্সপেক্টর। অভিযোগ, শনিবার রাতে জয়দেব মুখোপাধ্যায় গাড়ি করে রেশন সামগ্রী পাচার করছিলেন। সেই সময়ই গ্রামবাসীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেছেন জয়দেব। খাদ্য দফতরে এই অভিযোগ পৌঁছলে আধিকারিকরা জয়দেবের রেশন দোকানে অভিযান চালান। খাদ্য সামগ্রীর হিসাবে ভুল থাকার জন্য এবং অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় তার রেশন দোকান সিল করে দেওয়া হয়। এর পর বর্ধমান সদর দক্ষিণ খাদ্য দফতর অভিযুক্ত রেশন ডিলারকে সাসপেণ্ড করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement