উঠবে ছবি, আসানসোল স্টেশনে ‘সেলফি জোন’

এই সমস্যা সমাধানেই এ বার ‘অভিনব’ পরিকল্পনা রেলের। রেলকর্তারা জানান, নিজস্বী তুলতে এ বার আসানসোল স্টেশনে তৈরি করা হবে ‘সেলফি জোন’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ১২ মার্চ ২০১৮ ০২:০২
Share:

প্রতীকী ছবি।

পিছনে সাজানো পুরনো রেল-ইঞ্জিন। সামনে দাঁড়িয়ে কয়েক জন তরুণ। হাসি মুখে চলছে ‘ফটো-সেশন’। এক দল কলেজ পড়ুয়াকে আবার দেখা গেল, প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে দেখে লাইনের দিকে ঝুঁকে পড়েছে। উদ্দেশ্য, ছবি তোলা। আর তা দেখেই ছুটে এলেন রক্ষীরা। — এমন দৃশ্যই হরদম দেখা যাচ্ছে আসানসোল স্টেশনে। রেলকর্তারা জানান, ‘নিজস্বী’ তোলার এমন হিড়িক আসলে বাড়াচ্ছে দুর্ঘটনার সম্ভাবনা।

Advertisement

এই সমস্যা সমাধানেই এ বার ‘অভিনব’ পরিকল্পনা রেলের। রেলকর্তারা জানান, নিজস্বী তুলতে এ বার আসানসোল স্টেশনে তৈরি করা হবে ‘সেলফি জোন’। সেখানে দাঁড়িয়েই চলবে ‘নির্বিঘ্নে’ দেদার ছবি-তোলা। তার জন্য ইতিমধ্যেই নিজস্বী তোলার জন্য স্টেশনের কয়েকটি জায়গা চিহ্নিত করে ফেলার তোড়জো়ড় হয়েছে।

রেলের আসানসোল ডিভিশনের দাবি, এমন উদ্যোগ পূর্ব রেলের কোথাও অতীতে হয়নি। তবে সেই সঙ্গে রেলকর্তাদের হুঁশিয়ারি, নির্দিষ্ট ‘সেলফি জোন’ বাদে অন্য কোথাও নিজস্বী তুলতে গেলেই পকেট থেকে খসবে টাকা। হবে জরিমানা। রেল কর্তাদের দাবি, এ সবই করা হচ্ছে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে।

Advertisement

রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে কলেজ পড়ুয়া, সকলেই। প্রিয়াঙ্কা মিত্র, প্রসেনজিৎ রায়রা বলেন, ‘‘সেলফি ছাড়া এখন তো ভাবাই যায় না। বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করতেও তর সয় না। কিন্তু অনেক সময়েই সেলফি তুলতে গিয়ে বিপদ ঘটছে। এই উদ্যোগের ফলে বিপদের আশঙ্কা থাকবে না।’’

এ ছাড়াও যাত্রী-স্বাচ্ছন্দ্যেও বেশ কিছু পদক্ষেপ করা হচ্ছে বলে রেলকর্তারা জানান। যেমন, এ বার থেকে উপযুক্ত মূল্য দিয়ে যে কোনও যাত্রী আসানসোল রেল স্টেশনে এগজিকিউটিভ লাউঞ্জে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন। থাকছে ‘সাক্ষাৎ কেন্দ্র’ও। এখানে পরিচিতদের সঙ্গে দেখা করতে পারবেন যাত্রীরা।

রেলের আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র জানান, এ ছাড়াও বুকিং কাউন্টার, সাধারণ বিশ্রামাগারের উন্নতি এবং স্টেশন ভবন, প্ল্যাটফর্মের সৌন্দর্যায়ন-সহ নানা কাজ করা হবে। চওড়া করা হচ্ছে ফুট ওভারব্রিজ। এস্কেলেটরের পাশাপাশি বসবে একাধিক লিফটও। নিকাশি ব্যবস্থার উন্নতিতেও জোর দেওয়া হচ্ছে। আসানসোলের ডিআরএম প্রশান্তকুমার মিশ্র বলেন, ‘‘যাত্রী পরিষেবার বিষয়টিই আমরা মূলত গুরুত্ব দিচ্ছি।’’

স্টেশনের উন্নয়নের জন্য শহরবাসীর কাছ থেকে মতামতও চাওয়া হবে বলে জানা গিয়েছে। গুরুত্বপূর্ণ মতামত প্রদানকারীকে পুরস্কৃতও করা হবে বলে রেল জানায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement