Farm Bill 2020

বিলের প্রতিবাদে অবরোধ

কৃষকসভার পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক প্রিয়ব্রত সরকার জানান, কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য ১১২টি বাম ও গণতান্ত্রিক কৃষক সংগঠন মিলিত ভাবে ‘কিসান সমন্বয় কমিটি’ তৈরি করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

অণ্ডাল ও আসানসোল শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ০২:২৩
Share:

বিক্ষোভ। কাজোড়ায়। নিজস্ব চিত্র

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে শুক্রবার জেলার নানা প্রান্তে বিক্ষোভ, অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। ‘সারা ভারত কিসান সংগ্রাম সমন্বয় কমিটি’র নেতৃত্বে ২ নম্বর জাতীয় সড়কে অণ্ডালের কাজোড়া উড়ালপুলের কাছে প্রায় ৩০ মিনিট অবরোধ-বিক্ষোভ হয়েছে। তাতে যোগ দিয়েছিলেন বাম ও কংগ্রেস নেতৃবৃন্দও। বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়।

Advertisement

কৃষকসভার পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক প্রিয়ব্রত সরকার জানান, কেন্দ্রীয় সরকারের কৃষি নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য ১১২টি বাম ও গণতান্ত্রিক কৃষক সংগঠন মিলিত ভাবে ‘কিসান সমন্বয় কমিটি’ তৈরি করেছে। এই কমিটির ডাকে দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমিটির ডাকে এ দিন বাম ও কংগ্রেস কর্মীরা সকালে কাজোড়া মোড়ের কাছে জড়ো হন। সেখানে পথসভার পরে, মিছিল করে কর্মীরা অণ্ডাল থানার সামনে, কাজোড়া উড়ালপুলের কাছে যান। বেলা সাড়ে ১১টা থেকে অবরোধ শুরু হয়। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সিপিএম বিধায়ক দুর্গাপুর পূর্বের সন্তোষ দেবরায়, জামুড়িয়ার জাহানারা খান ও রানিগঞ্জের রুনু দত্ত। ছিলেন রাজ্যসভার প্রাক্তন সিপিআই সাংসদ রামচন্দ্র সিংহ, কংগ্রেসের জেলা সভাপতি তরুণ রায়, ফরওয়ার্ড ব্লক নেতা ভবানী আচার্য, সিপিআইএমএল (লিবারেশন) নেতা সুরেন্দ্র সিংহ, আরএসপি নেতা আশিস বাগ। সিপিএমের জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় মন্তব্য করেন, ‘‘এই কৃষি বিলের ফলে কৃষক মজুরে পরিণত হবেন। কৃষিপণ্যের উপযুক্ত দাম কৃষকেরা পাবেন না। পরোক্ষে জমির মালিকানা চলে যাবে ‘কর্পোরেট’ পুঁজির হাতে। দেশে কৃষক পরিবারে সঙ্কট দেখা দেবে।’’

Advertisement

একই দাবিতে কংগ্রেস আসানসোলের পুলিশ লাইন লাগোয়া জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। ছিলেন দলের প্রদেশ নেতা প্রসেনজিৎ পুঁইতুণ্ডি। বার্নপুরের ত্রিবেণী মোড়ে তৃণমূলের হিরাপুর ব্লক কমিটি বিক্ষোভ দেখায়। নেতৃত্বে ছিলেন ব্লক সভাপতি লক্ষ্মণ ঠাকুর। এই প্রতিবাদ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘‘না বুঝেই বিরোধিতায় নেমেছেন বিরোধীরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement