ঘরে অস্ত্র, হাড়

হাড়গোড় দিয়ে হোমযজ্ঞ করায় দুর্গন্ধ ছড়িয়েছিল এলাকায়, তাতেই আপত্তি জানিয়ে শুভজিৎ চন্দ্র নামে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিলেন কাঞ্চননগর এলাকার বাসিন্দারা। পুলিশের দাবি, ওই ব্যক্তির বাড়ি থেকে আলতা মাখা তরোয়াল ও বেশ কিছু পুতুল মিলেছে। তবে হাড়গোড় বা কঙ্কাল পাওয়া যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:২৪
Share:

হাড়গোড় দিয়ে হোমযজ্ঞ করায় দুর্গন্ধ ছড়িয়েছিল এলাকায়, তাতেই আপত্তি জানিয়ে শুভজিৎ চন্দ্র নামে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিলেন কাঞ্চননগর এলাকার বাসিন্দারা। পুলিশের দাবি, ওই ব্যক্তির বাড়ি থেকে আলতা মাখা তরোয়াল ও বেশ কিছু পুতুল মিলেছে। তবে হাড়গোড় বা কঙ্কাল পাওয়া যায়নি।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, বছরখানেক আগে কাঞ্চননগরের মালিপাড়ায় বাড়ি কেনেন ওই ব্যক্তি। তবে কোনওদিনই এলাকার কারও সঙ্গে যোগাযোগ ছিল না। রবিবার হোমযজ্ঞ করার সময় দুর্গন্ধ ছড়ালে বাসিন্দারা জড়ো হয়ে পুলিশ জানান। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলরকেও। পরে পুলিশ এসে ধরে নিয়ে যায় শুভজিৎকে। বাসিন্দাদের দাবি, দু’ভাই থাকতেন ওই বাড়িতে। তবে ছ’মাস ধরে রান্নার কোনও পাট ছিল না। বাড়িতে কালীমূর্তি ছাড়াও বেশ কিছু পুতুল, রং, চাঁদমালা পাওয়া গিয়েছে বলে বাসিন্দাদের দাবি। এ দিন শুভজিতের অসুস্থ ভাইকেও বর্ধমান মেডিক্যালে ভর্তি করিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের অনুমান, ওই ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত। তবে বাড়ি থেকে তরোয়াল মেলায় তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement